ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

আশরাফুলকে স্পর্শ করলেন মাশরাফি-সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, জুন ৫, ২০১৭
আশরাফুলকে স্পর্শ করলেন মাশরাফি-সাকিব আশরাফুলকে স্পর্শ করলেন মাশরাফি-সাকিব

বাংলাদেশের প্রথম ওয়ানডে ক্রিকেটার ছিলেন গাজী আশরাফ হোসেন লিপু। সবশেষ সানজামুল ইসলামের অভিষেকের মধ্যদিয়ে টাইগারদের ওয়ানডে জার্সিতে মাঠে নেমেছেন ১২৪জন ক্রিকেটার। মোহাম্মদ আশরাফুলের পাশে নাম লিখিয়ে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার কীর্তি গড়লেন দেশের ক্রিকেটের দুই উজ্জ্বল নক্ষত্র সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজা।

টাইগারদের সাবেক দলপতি আশরাফুলকে ছুঁয়েছেন বর্তমান অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও সহ-অধিনায়ক সাকিব। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে আশরাফুলের এই রেকর্ডে ভাগ বসালেন মাশরাফি-সাকিব।

এখন পর্যন্ত ১৭৬টি ওয়ানডে খেলেছেন জাতীয় দলের বাইরে থাকা আশরাফুল। এখানে একটি কিন্তু আছে! পরিসংখ্যানিক বিভ্রান্তি! মাশরাফিকে ঘিরে। এ রিপোর্টটি জনপ্রিয় স্পোর্টস নিউজ ওয়েবসাইট ‘ক্রিকইনফো’ এর বাংলাদেশের রেকর্ড পেজ থেকে করা। যেখানে দেখানো হয়েছে, বাংলাদেশের হয়ে সাকিব ও মাশরাফি দু’জনই অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে পর্যন্ত সমান ১৭৪টি করে ওডিআই ম্যাচ খেলেছেন।

কিন্তু, ক্রিকইনফোতেই আবার মাশরাফির ব্যক্তিগত প্রোফাইল পেজে লেখা তিনি ১৭৬টি ওয়ানডে খেলেছেন। সেক্ষেত্রে ইতোমধ্যেই আশরাফুলকে ছাড়িয়ে গেছেন ‘নড়াইল এক্সপ্রেস’। অথচ, এর সঙ্গে বাংলাদেশের সবচেয়ে বেশি ওয়ানডে খেলার পরিসংখ্যানে মিল নেই!

অন্যদিকে, উইকিপিডিয়াতে মাশরাফির নামের পাশে ১৭৫টি ওয়ানডে। ক্রিকেটের আরেক জনপ্রিয় সাইট ‘ক্রিকবাজ’ পেজের মাশরাফির প্রোফাইলে আবার ১৭৬টি ম্যাচ উল্লেখ রয়েছে। উইকেটের দিক থেকেও বিভ্রান্তি ক্রিকইনফোতে। যেখানে দুই ম্যাচের পার্থক্য থাকায় রেকর্ড পাতায় ২৩০, প্রোফাইলে ২৩১! উইকিপিডিয়ায় ১৭৫ ম্যাচে ২৩০।

গত বৃহস্পতিবার (১ জুন) চ্যাম্পিয়ন্স ট্রফির মূলপর্বের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেছিল মাশরাফির নেতৃত্বাধীন বাংলাদেশ। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে টস করতে নেমে মাশরাফি স্পর্শ করেন আশরাফুলের টিকে থাকার রেকর্ডকে।

ওয়ানডের জার্সিগায়ে বাংলাদেশের ৫২তম ক্রিকেটার হিসেবে ক্যাপ পড়েছিলেন অ্যাশ। আর ৫৪তম ক্রিকেটার হিসেবে ওয়ানডের ক্যাপ মাথায় দিয়েছিলেন ম্যাশ। আর ৮২তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে অভিষেক হয় সাকিবের।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ০৫ জুন ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।