ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ওভালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, জুন ৫, ২০১৭
ওভালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ওভালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি-ছবি:সংগৃহীত

লন্ডন থেকে: সোমবার (৫ জুন) সকাল থেকেই লন্ডনের আকাশে মেঘের ঘনঘটা সাথে হু হু ঠান্ডা বাতাস। মনে হচ্ছিল এই বুঝি আকাশের বুক চিড়ে নেমে এলো। কিন্তু নামেনি।

তবে আর শেষ রক্ষা হল না। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচের বাংলাদেশের ইনিংস শেষ হওয়া মাত্রই শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।

ফলে উইকেট ঢেকে দেয়ার কাজ ইতোমধেই শুরু হয়ে গেছে।

তবে এখন বৃষ্টি গুঁড়ি গুঁড়ি হলেও অল্প সময়ের মধ্যেই প্রবল বর্ষণে পন্ড করে দেবে টাইগার ও ক্যাঙ্গারুদের মধ্যকার চলমান এই ম্যাচটি।  

এখানে ‘পন্ড’ শব্দটি উল্লেখ করার করার কারণ হলো স্থানীয় আবহাওয়ার পূর্বাভাস মতে লন্ডন স্থানীয় সময় সন্ধ্যা ছ’টা থেকে পরদিন সকাল পর্যন্ত টানা বর্ষণের সম্ভাবনা রয়েছে। সেটা হলেতো ম্যাচ শেষ।

আর যদি বৃষ্টি হয়ে থেমে যায় তাহলে অবশ্য মাঠে খেলা গড়াবে। কেননা ওভালের যে ড্রেনেজ ব্যবস্থা তাতে বৃষ্টি থামার ১৫ মিনিটের মধ্যেই আবার ম্যাচের জন্য মাঠ প্রস্তুত হয়ে যায়।

আর যদি বৃষ্টি অব্যাহত থাকে তাহলে পয়েন্ট ভাগাভাগি করে নিতে হবে দু’দলকে।

বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, ৫ জুন ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।