ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দিলেন রুবেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, জুন ৫, ২০১৭
বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দিলেন রুবেল বাংলাদেশের প্রথম শিকারে ফিঞ্চ-ছবি:সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে অস্ট্রেলিয়ার মুখোমুখি টিম বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে ১৮৩ রানের টার্গেট দিয়ে ফিল্ডিংয়ে নেমেছে মাশরাফি বাহিনী। দলীয় অষ্টম ওভারে রুবেল হোসেনের করা বলে অ্যারন ফিঞ্চ আউট হলে প্রথম সাফল্য পায় বাংলাদেশ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৪৮ রান করেছে অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ে অপরাজিত আছেন ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ।

দলীয় অষ্টম ওভারে নিজের প্রথম ওভার করতে আসেন রুবেল হোসেন। আর প্রথম ওভারেই উইকেট তুলে নেন তিনি। অজি ওপেনার অ্যারন ফিঞ্চকে এলবির ফাঁদে ফেলে বিদায় করেন এ ডানহাতি। ফিঞ্চের ব্যাট থেকে আসে ১৯ রান।  

এর আগে গত ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করা তামিম ইকবাল এদিন সেঞ্চুরি থেকে মাত্র পাঁচ রান দূরে থাকতে (৯৫) আউট হন। কিন্তু বাংলাদেশ ৪৪.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮২ রান করতে সমর্থ হয়।

বাংলাদেশের হয়ে তামিমের পর সাকিব ও মিরাজ ছাড়া দলের অন্য কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। অজি বোলারদের মধ্যে সর্বোচ্চ চারটি উইকেট নেন মিচেল স্টার্ক। স্পিনার অ্যাডাম জাম্পা নেন দুটি উইকেট।

টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবালের সঙ্গে ওপেন করতে নামেন সৌম্য সরকার। ইনিংসের ষষ্ঠ ওভারে দলীয় ২২ রানের মাথায় বিদায় নেন সৌম্য। হ্যাজেলউডের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ৩ রান করা সৌম্য। ইনিংসের ১১তম ওভারে বিদায় নেন ইমরুল কায়েস। প্যাট কামিন্সের বলে ফিঞ্চের হাতে ধরা পড়ার আগে এই বাঁমহাতি করেন ৬ রান।

১৭তম ওভারে দলীয় ৫৩ রানের মাথায় বিদায় নেন মুশফিক। ২০ বলে ৯ রান করে হেনরিকসের বলে এলবির ফাঁদে পড়েন মুশফিক। এরপর জুটি গড়েন তামিম-সাকিব। এই জুটি থেকে আসে আরও ৬৯ রান। দলীয় ১২২ রানের মাথায় চতুর্থ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন সাকিব। ব্যক্তিগত ২৯ রান করে ট্রেভিস হেডের বলে এলবির ফাঁদে পড়েন সাকিব।  

এরপর তামিম-সাব্বির জুটি বেশিদূর এগুতে পারেনি। ইনিংসের ৩৫তম ওভারে অ্যাডাম জাম্পার বলে স্মিথের হাতে ধরা পড়ার আগে সাব্বির করেন ৮ রান। দলীয় ১৪১ রানের মাথায় পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন মাহমুদুল্লাহ রিয়াদ। জাম্পার বলে বোল্ড হওয়ার আগে করেন ৮ রান।

এদিন তামিম নিজের ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরি থেকে মাত্র পাঁচ রান দূরে থাকতে (৯৫) আউট হন। দলের অন্য সবাই আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত থাকলেও ব্যাটিংয়ে অটল ছিলেন বাঁহাতি এ ওপেনার। তবে এই চ্যাম্পিয়নস ট্রফিতেই ব্যাক টু ব্যাক সেঞ্চুরি থেকে বঞ্চিত হলেন তিনি। এর আগে চলতি আসরের উদ্বোধনী ম্যাচের ইংল্যান্ডের বিপক্ষে ১২৮ রান করেছিলেন।

৪৩তম ওভারে মিচেল স্টার্কের করা প্রথম বলে আউট হওয়ার আগে ১১৪ বলে ৯৫ রান করেন তামিম। তবে একই ওভারে তৃতীয় ও চতুর্থ বলে বোল্ড হয়ে ফেরেন মাশরাফি বিন মর্তুজা ও রুবেল হোসেন। আর স্টার্কের পরের ওভারেই মেহেদি হাসান ১৪ রান বোল্ড হন।  

সোমবার (৫ জুন) লন্ডনের কেনিংটন ওভালে দিবারাত্রির হাইভোল্টেজ ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়। ‘এ’ গ্রুপ থেকে সেমির দৌড়ে দু’দলের জন্যই এটি মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। এই ভেন্যুতেই ৩০৫ রান করেও স্বাগতিক ইংল্যান্ডের কাছে হার মানে মাশরাফির দল। বার্মিংহামে বৃষ্টির কারণে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ পরিত্যক্ত হয়েছে। দু’দল পেয়েছে ১ পয়েন্ট করে।

বাংলাদেশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান এবং রুবেল হোসেন।

অস্ট্রেলিয়া: অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, মইসেস হেনরিকস, গ্লেন ম্যাক্সওয়েল, ট্রেভিস হেড, ম্যাথু ওয়েড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা ও জস হ্যাজেলউড।

বাংলাদেশ সময়: ২৩১২ ঘণ্টা, ০৫ জুন ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।