ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফাইনালে ২’হাজার কোটির জুয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, জুন ১৮, ২০১৭
ফাইনালে ২’হাজার কোটির জুয়া ছবি:সংগৃহীত

এ ম্যাচে যে উত্তেজনা ছড়াবে সেটা আগে থেকেই বোঝা গিয়েছিল। কেননা আইসিসির কোনো ইভেন্টের ফাইনালে এই প্রথম মুখোমুখি ভারত বনাম পাকিস্তান। কিন্তু ম্যাচটিতে বাজির পরিমাণ এতো হবে তা হয়তো কল্পনা করা যায়নি।

ওভালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত ও পাকিস্তান ম্যাচকে ঘিরে ২০০০ কোটি ভারতীয় রুপির বেটিং হতে পারে বলে মনে করছে অল ইন্ডিয়া গেমিং ফেডারেশন (এআইজিএফ)। বুকি সংস্থা ‘বেটফেয়ার’ বাজি ধরেছে ভারতের পক্ষে।

 

বাজির দর ১৪৭: ৩০০। যার মানে, যদি কেউ ১০০ রুপি দেয়, ভারত জিতলে ফেরত পাবে ১৪৭ রুপি। আর পাকিস্তান জিতলে পাবে তার তিন গুণ, ৩০০ রুপি।

এআইজিএফ-এর সিইও রোল্যান্ড ল্যান্ডার্স এ প্রসঙ্গে বলেছেন, ‘সারা বছর ভারত যতো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলে তার ওপর মোট ২ লক্ষ কোটি রুপির বেটিং হয়। যেহেতু গত ১০ বছরের মধ্যে এই প্রথম কোনও আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান, তাই এবার বেটিং হয়েছে এত বেশি পরিমাণে। ’

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ১৮ জুন, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।