ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

টিকিট নেই, মোবাইলেই ফাইনালের আমেজ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, জুন ১৮, ২০১৭
টিকিট নেই, মোবাইলেই ফাইনালের আমেজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ওভাল থেকে: হাতে টিকিট নেই, যাও কিনবেন গগনচুম্বী দাম। কালোবাজারিরা ৩৫ পাউন্ডের টিকিটের দাম হাকাচ্ছে ৮শ’ পাউন্ড। সেই সক্ষমতাও নেই। অগত্যা ওভালে বাইরে ফুটপাতে বসেই মোবাইল ফোনে প্রিয় দলের খেলা দেখছেন ভারত-পাকিস্তানের সমর্থকেরা। যেন বাইরে বসেও ফাইনাল ম্যাচের ভেন্যু ওভালের আমেজ পাচ্ছেন এই বঞ্চিত ক্রিকেট প্রেমীরা।

রোববার (১৮ জুন) আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা নির্ধারণী ম্যাচ শুরুর ঘন্টাখানেক পর কেনিংটন ওভালের ফুটপাতে এমন দৃশ্য বাংলানিউজের চোখ এড়িয়ে গেল না।

ফাইনালের টিকিট!! সে তো অনেক আগেই শেষ হয়ে গেছে।

 বিষয়টি জানা ছিল বলেই সমর্থকদের দুর্ভোগ দেখতে গিয়েছিলাম ভেন্যু সংলগ্ন স্ট্রিটে। গিয়ে দেখি পাকিস্তানের দুই সমর্থক মোবাইলে মগ্ন। মাঝে মাঝে লাফিয়ে উঠছেন। জানতে চাইলাম, পাকিস্তান ভালো খেলছে? বললেন, হ্যাঁ, বিনা উইকেটে ৯০ রান (আজহার-ফখরের ওপেনিং জুটি থামে ১২৮ রানে)। এভাবে খেললেই হবে। ’

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমটিকিট পাননি? জিজ্ঞেস করতেই মুখটা মলিন হয়ে গেল। ‘না। আগে কিনতে পারিনি কারণ আইসিসি অনলাইন বলছিলো সব টিকিট বিক্রি হয়ে গেছে। রোজা রেখে ৯ ঘণ্টা ভ্রমন করে স্কটল্যান্ড এসেছিলাম বাইরে থেকে কিনে ম্যাচ দেখবো কিন্তু পারছি না। কেননা কোন টিকিটই ৫শ’ পাউন্ডের কমে পাওয়া যাচ্ছে না। ’

টিকিট না পাওয়াদের দলে অবশ্য পাকিস্তানই ভারী। ভারতের খুব অল্প সংখ্যক সমর্থকদের ওভালের বাইরে টিকিটহীন অবস্থায় মোবাইলে খেলা দেখতে দেখা গেল। হঠাৎই চোখে পড়লো পাকিস্তানি এক দম্পতি দুই শিশু নিয়ে বাইরে দাঁড়িয়ে। টিকিটের আশা নিয়ে এসেও না পেয়ে মনক্ষুণ্ন।

তবে টিকিট না পেলেও তাদের সেই মনক্ষুন্নতা দূরীভূত করছে প্রিয় দল পাকিস্তানের দুর্দান্ত শুরু। যা তাদের স্বপ্ন দেখাচ্ছে প্রথমাবারের মতো বিশ্বকাপের পর ক্রিকেটের সবচেয়ে মর্যদার আসর চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জয়ের। বিশ্বসেরা আট দলের টুর্নামেন্টটিতে এবারই প্রথম ফাইনাল খেলছে পাকিস্তান।

স্থাণীয় সময়: ১২৪৮ ঘণ্টা, ১৮ জুন, ২০১৭
এইচএল/এমআরএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।