ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

বিপিএলে খুলনা টাইটান্সে সরফরাজ-শাদাব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
বিপিএলে খুলনা টাইটান্সে সরফরাজ-শাদাব বিপিএলে খুলনা টাইটান্সে সরফরাজ-শাদাব-ছবি:সংগৃহীত

পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ ও লেগস্পিনার শাদাব খানকে দলে ভিড়িয়েছে খুলনা টাইটান্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের জন্যই খুলনার এমন প্রস্তুতি। আগামী ৪ নভেম্বর আসরটির পর্দা উঠবে। যেখানে দু’দিন আগে উদ্বোধনী অনুষ্ঠান হবে।

গত মৌসুমে খুলনার হয়ে মাঠ মাতিয়েছিলেন আরেক পাকিস্তানি জুনায়েদ খান। বাঁহাতি এ পেসার এবারও দলটির সঙ্গে থাকছেন।

ফলে খুলনায় তিন পাকিস্তানি ক্রিকেটার একসঙ্গে থাকবেন।

এদিকে খুলনা টাইটান্সে এবারের আসরে প্রধান কোচ হিসেবে থাকবেন শ্রীলঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে। যিনি সর্বশেষ আইপিএলে চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ ছিলেন।

সরফরাজ ও শাদাবকে দলের ভেড়ানোর খবরটি নিশ্চিত করেছে খুলনা। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে তারা এমন বার্তা প্রকাশ করে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ১৯ জুন, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।