ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

‘কোহলিকে নিষিদ্ধ করা হোক’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
‘কোহলিকে নিষিদ্ধ করা হোক’ ছবি: সংগৃহীত

‘বিরাট কোহলিকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হোক’, ‘কোহলিকে জেলে পাঠানো হোক’, ‘ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত কোহলি সহ ভারতীয় দল’ এমনই সব অভিযোগ এনেছেন ভারতীয় এক অভিনেতা। তিনি হয়তো নিজ দেশের এমন করুণ পরিস্থিতি দেখে নিজেকে ঠিক রাখতে না পেরেই এই মন্তব্যগুলো করেছেন।

কোহলির এমন সমালোচনা করা কামাল রশিদ খান ভারতের তৃতীয় শ্রেণীর একজন অভিনেতা। তবে এর আগেও বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হয়েছেন টেলিভিশন শো বিগ বসে অভিষেক হওয়া এই অভিনেতা।

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ১৮০ রানের লজ্জার হারে শিরোপা বঞ্চিত হয়েছে ভারত। যেখানে পুরো ম্যাচে ক্রিকেটের কোনো বিভাগেই দাঁড়াতে পারেনি কোহলি বাহিনী।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ১৯ জুন, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।