ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

এনওসি পেলে এ মাসেই উড়াল দেবেন মিরাজ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
এনওসি পেলে এ মাসেই উড়াল দেবেন মিরাজ এনওসি পেলে এ মাসেই উড়াল দেবেন মিরাজ

এর আগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বাংলাদেশ থেকে শুধু সাকিব আল হাসানই খেলতেন। এবারের টুর্নামেন্টে অংশগ্রহণকারী শাহরুখ খানের দল ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলার সুযোগ পেয়েছেন টাইগার স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

তবে, ওয়েস্ট ইন্ডিজে খেলতে যাওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্র (এনওসি) এখনও পাননি মিরাজ। টাইগার এই অলরাউন্ডার আশাবাদী শিগগির বোর্ডের অনাপত্তিপত্র পেয়ে যাবেন।

আগামী ৪ আগস্ট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সেন্ট লুসিয়া স্টার্সের মুখোমুখি হবে ত্রিনবাগো নাইট রাইডার্স। মিরাজ জানান, ‘শুরু থেকেই খেলতে চাই। বোর্ডের কাগজপত্র পেলেই এ মাসের শেষের দিকে যাব। শ্রীলঙ্কা সফরে থাকতেই প্রধান নির্বাহী স্যারকে (নিজামউদ্দিন চৌধুরী) বলে রেখেছিলাম। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান ও কোচ হাথুরুসিংহের কাছ থেকে অনুমতি পেয়েছি। তারা বলেছেন, কন্ডিশনিং ক্যাম্প শেষে যেতে পারব। ’

ত্রিনবাগোর অজি স্পিনার ব্র্যাড হগ খেলতে না পারায় তার পরিবর্তে বাংলাদেশের স্পিন অলরাউন্ডার মিরাজকে ডাকা হয়েছে। সিপিএল নিলামে প্রথমে ছিলেন না বাংলাদেশের তরুণ এই অলরাউন্ডার। নিলাম শেষে এই তরুণ তুর্কিকে দলে ভিড়িয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স। সিপিএলে খেলার বিষয়টি নিশ্চিত করেছে মিরাজ ও ফ্র্যাঞ্চাইজি দলটি। নিজেদের ফেসবুক পেজে মিরাজকে ‘বেবি-ফেস (Baby Face)’ হিসেবে আখ্যায়িত করেছে নাইট রাইডার্স। টাইগার এই স্পিনার প্রসঙ্গে ক্লাবটি লিখেছে, ‘নিজের স্মার্ট বোলিংয়ের মাধ্যমে মিরাজ প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানদের জন্য আতঙ্ক হয়ে দাঁড়াতে পারে। ’

সিপিএলের এবারের আসরে অংশ নিলে মিরাজ অধিনায়ক হিসেবে পাবেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ডোয়াইন ব্রাভোকে। আরও থাকছেন উইন্ডিজ তারকা সুনীল নারাইন, ড্যারেন ব্রাভো, কেভিন কুপার, দিনেশ রামদিন, নিকিতা মিলার, রনশফোর্ড বিটনকে। মিরাজদের দলে বিদেশি ক্রিকেটারদের মধ্যে রয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম, হাশিম আমলা, কলিন মুরনো, হামজা তারিক ও শাদাব খান।

সিপিএলে খেলার কথা রয়েছে সাকিব আল হাসানেরও। সিপিএলে তার দল জ্যামাইকা তালাওয়াশ।

গত সোমবার (১০ জুলাই) থেকে শুরু হওয়া টাইগারদের ফিটনেস ক্যাম্প চলবে ২০ জুলাই পর্যন্ত। এরপর ২১ থেকে ২৭ জুলাই পর্যন্ত হবে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং ক্যাম্প। এরপর স্কিল ডেভেলপমেন্ট। কন্ডিশনিং ক্যাম্প শেষে সিপিএল খেলার অনুমতি পাওয়ার সম্ভাবনা রয়েছে মিরাজের।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, ১১ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।