ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

হামলা চেষ্টার খবর সত্য নয়: তামিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৪ ঘণ্টা, জুলাই ১২, ২০১৭
হামলা চেষ্টার খবর সত্য নয়: তামিম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

লল্ডনে ‘হেইট ক্রাইমের’ শিকার হয়েছেন এমন খবর উড়িয়ে দিয়েছেন তামিম ইকবাল। সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই দেশে ফিরে আসছেন তিনি। নিজের অফিসিয়াল ফেসবুক পাতায় বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ওপেনার।

ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তামিম লেখেন, ‘সমর্থক ও শুভাকাঙ্খীদের জানাতে চাই যে ব্যক্তিগত কারণে এসেক্সের সঙ্গে আমার মৌসুম সংক্ষিপ্ত করে দেশে ফিরছি। কিছু সংবাদমাধ্যম রিপোর্ট করেছে আমাদের টার্গেট করে হেইট ক্রাইমের চেষ্টা করা হয়েছে।

এটি আসলে সত্য নয়। ’

তামিম আরও উল্লেখ করেন, ‘ক্রিকেট খেলার জন্য ইংল্যান্ড আমার প্রিয় জায়গাগুলোর মধ্যে একটি এবং আগে চলে আসার পরও এসেক্স আমার প্রতি ছিল দারুণ সৌজন্যময়। আমাকে নিয়ে চিন্তিত হওয়ার জন্য ভক্ত ও শুভাকাঙ্খীদের ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে আবারো ইংল্যান্ডে ম্যাচ খেলার অপেক্ষায় থাকবো। ’

এর আগে কাউন্টি ক্লাব এসেক্সও তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানায়, ব্যক্তিগত কারণে দেশে ফিরে যাবেন তামিম। কিন্তু অনেক সংবাদমাধ্যম প্রকাশ করে, গত সোমবার (১০ জুলাই) রাতে নাকি তামিমের পরিবারকে অ্যাসিড ছুঁড়ে মারার চেষ্টা হয়েছে।  নিরাপত্তাহীনতায় তামিমের দেশে ফেরা!

ইংল্যান্ডে বেশ কিছুদিন ধরে ভিন্ন মত ও বর্ণের মানুষের ওপর কে বা কারা অ্যাসিড ছুড়ে মারছে। জানা যায়, গত ২১ জুন ইস্ট লন্ডনের বেকটনে রেশম খান ও জামিল মুক্তার নামে দুজনের ওপর এ রকম আক্রমণের ঘটনা ঘটেছে। এর বাইরে রাস্তায় মানুষের ওপর গাড়ি তুলে দেওয়ার মতো হামলার ঘটনা তো সবারই জানা।

ন্যাটওয়েস্ট টি-২০ ব্লাস্টে এসেক্সের হয়ে খেলতে গত শনিবার (৮ জুলাই) ইংল্যান্ডে যান তামিম। চুক্তি হয়েছিল আট ম্যাচের। নিজের প্রথম খেলায় কেন্টের বিপক্ষে মাত্র ৭ রান করেন। ওই একটি ম্যাচ খেলেই এবারের আসরকে বিদায় বলে দিয়েছেন! বৃহস্পতিবার (১৩ জুলাই) হোম ভেন্যুতে সমারসেটকে আতিথ্য দেবে তামিমবিহীন এসেক্স।  

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, ১২ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।