ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে নেই উমর আকমল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, জুলাই ১২, ২০১৭
পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে নেই উমর আকমল পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে নেই উমর আকমল-ছবি:সংগৃহীত

পাকিস্তান ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে কারণে-অকারণে আলোচিত ব্যাটসম্যান উমর আকমলকে। ২০১৭’র ১ জুলাই থেকে বিভিন্ন ক্যাটাগরিতে ৩৫ জনের তালিকায় নেই তিনি। সর্বশেষ ফিটনেসের সমস্যা থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছিলেন আকমল।

নির্বাচকরা এবারের চুক্তিতে নতুন করে ১৫ জন ক্রিকেটারকে নিয়েছেন। যেখানে আগের ৩০ জনের মধ্যে অবসরে যাওয়া মিসবাহ উল হক ও ইউনিস খান নেই।

এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানকে শিরোপা জেতানোর পেছনে দারুণ ভূমিকা রাখা তরুণ তারকারাও চুক্তিতে নাম লিখিয়েছেন। এদের মধ্যে উল্লেখ যোগ্য ফখর জামান, হাসান আলী, ফাহিম আশরাফ, রুমান রাইস ও শাহদাব খান।

নিচে নতুন চুক্তি হওয়া চারটি ক্যাটাগরির নাম দেওয়া হলো:

ক্যাটাগরি ‘এ’: আজহার আলী, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, ইয়াসির শাহ, মোহাম্মদ আমির।

ক্যাটাগরি ‘বি’: বাবর আজম, ইমাদ ওয়াসিম, আসাদ শফিক, হাসান আলী।

ক্যাটাগরি ‘সি’: ওহাব রিয়াজ, রাহাত আলী, হারিস সোহেল, সামি আসলাম, শান মাসুদ, সোহেল খান, ফখর জামান, জুনায়েদ খান, আহমেদ শাহজাদ, মোহাম্মদ আব্বাস, শাহাদাব খান।

ক্যাটাগরি ‘ডি’: মোহাম্মদ নওয়াজ, আসিফ জাকির, উসমান সালাহউদ্দিন, আমির ইয়ামিন, উসমান শিনওয়ারী, ফাহিম আশরাফ, রুমান রাইস, ইমামুল হক, বিলাল আসিফ, মীর হামজা, উমর আমিন, মোহাম্মদ হাসান, মোহাম্মদ আসগর, মোহাম্মদ রিজওয়ান।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ১২ জুলাই, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।