ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

নাসিরকে পেতে আগ্রহী রংপুর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, জুলাই ১২, ২০১৭
নাসিরকে পেতে আগ্রহী রংপুর নাসির হোসেন-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবারে নতুন মালিকানার অধীনে অংশগ্রহণ করতে যাচ্ছে অন্যতম দল রংপুর রাইডার্স। ‘বসুন্ধরা গ্রুপের’ অধীনের দলটি আসন্ন বিপিএলের জন্য উঠে-পড়ে লেগেছে দল গোছানোর কাজে।

রংপুর ইতোমধ্যে বেশ কয়েকজন বিদেশি তারকা ক্রিকেটার দলে ভিড়ানোর পর এবার ছক কষছে স্থানীয় তারকা ক্রিকেটারদের দলে ভিড়ানোর।

দলীয় সুত্রমতে গত আসরে রংপুরের হয়ে পারফর্ম করা আরাফাত সানি ও রুবেল হোসেনকে আগামী আসরের জন্যও দলে রেখে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

এবার ঘরের ছেলে নাসির হোসেনকে যেকোন মূল্যে দলে ভিড়ানোর লক্ষ্য ফ্র্যাঞ্চাইজিটির।

গত আসরে সৌম্য সরকারকে আইকন হিসেবে দলে ভিড়ালেও নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হন তিনি। তাই এবার সৌম্য সরকারকে আর দলে রাখতে চায় না তারা। শুনা যাচ্ছে ৪ নভেম্বর থেকে শুরু হওয়া আসরটির জন্য বাড়ানো হবে আইকন ক্রিকেটারের সংখ্যা। সেক্ষেত্রে যদি নাসির হোসেনকে আইকন করা হয় তাহলে অবশ্যই নাসিরকে দলে নিতে চায় রংপুর।

যেকোন মূল্যে নাসিরকে দলে নিতে আগ্রহী রংপুর রাইডার্স বলে নিশ্চিত করেছেন দলটির প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শুনা যাচ্ছে বিপিএলে আইকন ক্রিকেটারের সংখ্যা বাড়ানো হবে। যদি নাসিরকে এ তালিকায় অন্তর্ভূক্ত করা হয় তাহলে সবকিছু ছেড়ে আমরা তাকে আগে দলে নিশ্চিত করবো। ’

তবে যদি আইকন ক্রিকেটারের তালিকায় নাসির না থাকে তাহলে কি করবে রংপুর রাইডার্স? এক্ষেত্রেও অনড় দলটি। বলে জানালেন ইশতিয়াক সাদেক, ‘আমাদের লক্ষ্য নাসিরকে দলে নেওয়া। এর জন্য সবকিছু করতে প্রস্তুত আমরা। ’

প্রসঙ্গত, এরইমধ্যে ক্রিস গেইলসহ আরো চার বিদেশি ক্রিকেটার শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা, দুই ক্যারাবিয়ান ক্রিকেটার স্যামুয়েল বদ্রি, জনসন চার্লস ও ইংল্যান্ডের রবি বোপারাকে আসন্ন বিপিএলের জন্য নিশ্চিত করেছে।

গত মৌসুমে চ্যাম্পিয়ন দল ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলেছিলেন অলরাউন্ডার নাসির হোসন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ১২ জুলাই, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।