ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

চমক হারাতে পারে বিপিএল!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৯ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
চমক হারাতে পারে বিপিএল! বিপিএলের গত আসরের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বিশ্বজুড়ে টি-টোয়েন্টিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি লিগগুলো এখন বেশ জনপ্রিয়। এতে করে মালিকদের পাশাপাশি লাভভান হচ্ছেন খেলোয়াড়রাও। অর্থের ঝনঝনানি এই টুর্নামেন্টগুলোতে দেখা যায় মারকাটারি ক্রিকেট। যা সমর্থকদের মনেও দেয় বাড়তি আনন্দ।

এরই ধারাবাহিকতায় এবার ক্রিকেট দক্ষিণ আফ্রিকার উদ্যোগে দেশটিতে প্রথমবারের মতো  ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টের পর্দা উঠতে যাচ্ছে। এই বছরেরই নভেম্বর মাসে উদ্বোধন হবে লিগটির।

তবে একই সময়ে বাংলাদেশেও বসবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর।  

ফলে বড় ধরনের একটি শঙ্কা তৈরি হচ্ছে। কেননা দ.আফ্রিকার লিগটি একই সময়ে হওয়ায় বিপিএল তার চমক হারাতে পারে বলে মনে করছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের মতো দক্ষিণ আফ্রিকায় আয়োজিত হতে যাওয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ ক্রিকেটের আসর ‘গ্লোবাল টি-টোয়েন্টি’ লিগে স্থানীয় ক্রিকেটারদের পাশাপাশি অংশ নেবে একাধিক বিদেশি ক্রিকেটার। যার ফলে অনেক বিদেশি তারকা ক্রিকেটারদের দলে ভেড়ানোর লক্ষ্য থাকলেও ব্যস্ত মৌসুমের ফলে তা করতে পারছে না ফ্র্যাঞ্চাইজিগুলো।

তাই গ্লোবাল টি-২০’র জন্য চমক হারাতে পারে বিপিএল বলে বিশ্বাস অনেকের। এদের মধ্যে রয়েছেন ‘বসুন্ধরা গ্রুপের’ মালিকাধীন রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেকও। একই সময়ে দু’টি টুর্নামেন্ট দুই দেশে হওয়ার ফলে বিপিএলে তার কিছুটা প্রভাব পড়বে বলে মত তার। ‘একই সময়ে গ্লোবাল টি-টোয়েন্টি লিগ অনুষ্ঠিত হবে। যারফলে বিপিএলের আকর্ষণে তা কিছুটা হলেও প্রভাব পড়বে। ’

নিজেদের পছন্দের তালিকা থাকা স্বত্বেও অনেককে এর ফলে দলে টানতে পারছেন না বলেও জানিয়েছেন তিনি। গ্লোবাল টি-টোয়েন্টি লিগ অন্য সময় হলে দলে আরো মানসম্পন্ন ও পছন্দের ক্রিকেটারদের নিতে পারতেন বলেও মনে করছেন তিনি, ‘গ্লোবাল টি-টোয়েন্টি কিংবা বিপিএল যদি অন্য সময়ে হতো, তাহলে আমরা আরো কিছু উচ্চ পর্যায়ের ক্রিকেটার পেতে পারতাম। ’

প্রসঙ্গত, টি-টোয়েন্টির তারকা ক্রিকেটার ক্রিস গেইলকে ইতোমধ্যে বিপিএলের জন্য রংপুর রাইডার্স নিশ্চিত করলেও একই সময়ে গ্লোবাল টি-টোয়েন্টি লিগে ব্যস্ত থাকার ফলে বিপিএলের পুরো আসরজুড়ে রংপুরের হয়ে খেলতে পারবেন না তিনি।

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, ১৩ জুলাই, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।