ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জাতীয় দলের কোচ হলেন গিলেস্পি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৯ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
জাতীয় দলের কোচ হলেন গিলেস্পি জাতীয় দলের কোচ হলেন গিলেস্পি-ছবি:সংগৃহীত

পাপুয়া নিউগিনি জাতীয় ক্রিকেট দলের অন্তবর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ পেলেন অস্ট্রেলিয়ান সাবেক ফাস্ট বোলার জেসন গিলেস্পি। নিউজিল্যান্ডের সাবেক অফস্পিনার দিপক প্যাটেলর পর দলটির কোচ হলেন তিনি।

ফলে এই প্রথম ক্লাব ক্রিকেটের বাইরে জাতীয় কোনো দলের হয়ে কাজ করার সুযোগ পাচ্ছেন তিনি।

গিলেস্পি হয়তো পুরোদমেই পাপুয়া নিউগিনির কোচ হতেন।

তবে বিগ ব্যাশ লিগের দল অ্যাডিলেড স্ট্রাইকার্সের সঙ্গে চুক্তি থাকায় স্বল্প সময়ের জন্যই কাজ করবেন অভিজ্ঞ এ তারকা।

এদিকে গিলেস্পি সম্প্রতি অস্ট্রেলিয়া ‘এ’ দলের প্রধান কোচ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তবে দেনা-পাওনা নিয়ে অজি ক্রিকেটারদের সঙ্গে দেশটির ক্রিকেট বোর্ডের মতানৈক্য দেখা দিলে দক্ষিণ আফ্রিকা সফরে অজি ‘এ’ দল সিরিজ বয়কট করেছে। ফলে পাপুয়া নিউগিনির কোচ হতে তার আর কোনো বাধা রইলো না।

কোচ হওয়া প্রসঙ্গে গিলেস্পি জানান, ‘কোচ হতে পেরে আমি দারুণ রোমাঞ্চিত। আমি আমার অভিজ্ঞতা আরও একটি দল ও দেশের সঙ্গে শেয়ার করতে পারবো। আশাকরি এখানকার অভিজ্ঞতা আমাকে আরও দূরে নিয়ে যাবে। ’

৭১ টেস্টে ২৫৯ ও ৯৭ ওয়ানডেতে ১৪২ উইকেট পাওয়া গিলেস্পি ইংলিশ কাউন্টি দল ইয়র্কশায়ারেরও কোচ হিসেবে কাজ করছেন।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, ১৩ জুলাই, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।