ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দুই ভারতীয়ই এখন শীর্ষে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩২ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
দুই ভারতীয়ই এখন শীর্ষে ছবি: সংগৃহীত

ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক ভারতের ব্যাটিং গ্রেট শচীন টেন্ডুলকার। নারী ক্রিকেটের সর্বোচ্চ রানের মালিকও আরেক ভারতীয় ক্রিকেটার। দেশটির নারী দলের ক্যাপ্টেন মিতালি রাজ নারী ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ রানের মালিক বনে গেছেন।

নারী ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হতে ৩৩ রানের অপেক্ষা নিয়ে মাঠে নামতে হয়েছিল মিতালিকে। চলমান মহিলা বিশ্বকাপের ২৩তম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে নামেন মিতালি রাজ।

খেলেন ৬৯ রানের দুর্দান্ত এক ইনিংস। তার ১১৪ বলের ইনিংসে ছিল চারটি চার আর একটি ছক্কার মার।

সর্বোচ্চ রান করার পর মিতালির সামনে আরও একটি মাইলফলক হাতছানি দিচ্ছিল। ব্যক্তিগত ৪১ রান করেই প্রথম নারী ক্রিকেটার হিসেবে ছয় হাজার রানের ল্যান্ডমার্ক স্পর্শ করার কীর্তিও গড়লেন তিনি।  

১৯১ ম্যাচের ১৮০ ইনিংসে ব্যাট করে ৫ হাজার ৯৯২ রান করে নারীদের ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান ছিল ইংল্যান্ডের সাবেক অধিনায়ক এডওয়ার্ডসের দখলে। ৫ হাজার ৯৫৯ রান নিয়ে তার পরেই ছিলেন মিতালি। বর্তমানে টিম ইন্ডিয়ার দলপতির রান ৬ হাজার ২৮। ১৮৩ ম্যাচের ১৬৪ ইনিংসে ব্যাট হাতে নেমেছেন মিতালি। এডওয়ার্ডসের দখলে নারী ক্রিকেটারদের সর্বোচ্চ ৯টি সেঞ্চুরি থাকলেও মিতালির নামের পাশে আছে ৫টি সেঞ্চুরি। এডওয়ার্ডস ৪৬ বার হাফ-সেঞ্চুরি করলেও তিনটি বেশি করেছেন মিতালি।

উল্লেখ্য, ওয়ানডেতে শচীনের মোট রান ১৮ হাজার ৪২৬, ব্যাটিং গড় ৪৪.৮৩। আর মিতালির নামের পাশে ৬ হাজার ২৮ রানের পাশাপাশি ব্যাটিং গড় আছে ৫১.৫২।

নারীদের ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হওয়ার পর অভিনন্দনে ভাসছেন মিতালি রাজ। তাকে অভিনন্দন জানিয়েছেন শচীন। এছাড়া অভিনন্দন জানিয়েছেন বর্তমান অধিনায়ক বিরাট কোহলিও।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ১৩ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।