ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ সফরের আগে অস্বস্তিতে অজি নির্বাচকরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
বাংলাদেশ সফরের আগে অস্বস্তিতে অজি নির্বাচকরা অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ, কোচ ড্যারেন লেহম্যান ও প্রধান নির্বাচক ট্রেভর হনস/ছবি: সংগৃহীত

পেসার মিচেল স্টার্কের জায়গায় অবশ্যই কাউকে যুক্ত করতে হবে। কিন্তু পারিশ্রমিক নিয়ে খেলোয়াড়দের সঙ্গে দ্বন্দ্বের অমীমাংসিত ইস্যু এবং ‘এ’ দলের সফর বাতিলে অনিশ্চয়তার মুখে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নির্বাচকরা।

এটা কোনো প্রথাগত দল নির্বাচনের মাথাব্যথা নয়। আসছে দিনগুলোতে ট্রেভর হনস ও তার প্যানেল বড় একটি চ্যালেঞ্জের মুখে পড়বে।

বাংলাদেশ সফর সামনে রেখে চলমান বিতর্কের মধ্যে টেস্ট স্কোয়াড নিষ্পত্তি করতে চায় সিএ।

গত মাসেই বাংলাদেশের বিপক্ষে দু’টি টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করা হয়। ইনজুরি আক্রান্ত স্টার্ক না থাকলেও তার জায়গায় অন্য কাউকে নেওয়ার বিকল্প রাখা হয়েছে। কিন্তু, বোর্ডের সঙ্গে দ্বন্দ্বের জেরে খেলোয়াড়রা যদি সিরিজ বয়কট করে তখন কী করবে নির্বাচকরা! এটিই তাদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

নির্বাচকদের প্রধান হনস এবং কোচ ড্যারেন লেহম্যান অনেকের মধ্যে অন্যতম যারা মনেপ্রাণে চাইছে ক্রিকেট অস্ট্রেলিয়া ও অস্ট্রেলিয়ান ক্রিকেটারস অ্যাসোসিয়েশনের (এসিএ) মধ্যকার দূরত্বের অবসান হোক।

দু’পক্ষের মধ্যে আগের সমঝোতা স্মারকটির মেয়াদ শেষ হয়ে গেছে গত ৩০ জুন। খেলোয়াড় এবং প্রশাসকগন অস্বাভাবিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। কিন্তু দু’পক্ষই নিজেদের স্বার্থ রক্ষা করে যতটা সম্ভব সবকিছু ঠিকঠাক রাখার চেষ্টা চালাচ্ছে। এক্ষেত্রে নমনীয় মনোভাবের বিকল্প নেই।

খেলোয়াড়রা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তারা নতুন সমঝোতা স্মারক চায়। অথবা ট্যুরের আগে অন্তত আলোচনার স্বাভাবিক প্রক্রিয়া চলমান থাকবে।

দক্ষিণ আফ্রিকায় অজি ‘এ’ দলের সফর বাতিলে পেসারদের পরখ করে নেওয়া সুযোগটা আর থাকছে না। জ্যাকসন বার্ড, চাঁদ সেয়ারস, জেসন বেহরেনডর্ফ ও ক্রিস ট্রেমেইন বাংলাদেশ ট্যুরের চূড়ান্ত স্কোয়াডে সুযোগ পাবেন কিনা তা অনেকটাই অনিশ্চিত। এটি নির্বাচক হনস, গ্রেগ চ্যাপেল ও লেহম্যানকে আরো অস্বস্তিতে ফেলেছে।

সিলেকশন প্যানেল এখনো সিদ্ধান্ত নেয়নি আসন্ন বাংলাদেশ সফরের জন্য কোন বোলার ১৩ সদস্যের স্কোয়াডে যুক্ত হবেন। পায়ের ইনজুরির কারণে খেলতে পারছেন না স্টার্ক।

আগামী ১৮ আগস্ট অস্ট্রেলিয়া দলের বাংলাদেশে আশার কথা রয়েছে। ফতুল্লায় দু’দিনের (২২-২৩ জুলাই) একটি প্রস্তুতি ম্যাচের পর মিরপুরে প্রথম টেস্টে (২৭ আগস্ট শুরু) অজিদের মোকাবেলা করবে টাইগাররা। চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট শুরু ৪ সেপ্টেম্বর থেকে।

এই সিরিজটি হওয়ার কথা ছিল ২০১৫ সালে। নিরাপত্তার অজুহাত দেখিয়ে তা স্থগিত করেছিল সিএ। অনেক জল্পনা কল্পনার পর দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে। এমন সময়ই বোর্ডের সঙ্গে স্মিথ-ওয়ার্নারদের দ্বন্দ্ব নতুন করে উদ্বেগের জন্ম দেয়। তবে যাই হোক না কেন, বাংলাদেশ সফরের ব্যাপারে সবুজ সংকেত দিয়ে রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ১৩ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।