ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

শচীন-গাঙ্গুলীদের টেক্কা দিতে আসছেন এক ক্যারাবিয়ান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১২ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৭
শচীন-গাঙ্গুলীদের টেক্কা দিতে আসছেন এক ক্যারাবিয়ান ছবি: সংগৃহীত

এর আগে ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি শচীন টেন্ডুলকার আর সৌরভ গাঙ্গুলী দেশটির জমজমাট ফুটবলের আসর ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) দল কিনেছেন। এবার আরেক তারকা ক্রিকেটার আইএসএলের দল কিনতে এগিয়ে আসছেন।

তবে, আইএসএলের দল কিনতে এগিয়ে আসা এই ক্রিকেটার ভারতীয় নন। ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল ভারতের জমজমাট ফুটবল আসরের যেকোনো দল কিনতে আগ্রহী।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরু থেকেই বিভিন্ন ফ্যাঞ্চাইজির হয়ে খেলেছেন ক্রিস গেইল। ভারতের ক্রিকেটের পাশাপাশি ফুটবল নিয়েও বাড়তি আগ্রহ তার, ‘আমি ভারতীয় ফুটবলের আইএসএল টুর্নামেন্টে দল কিনতে আগ্রহী। আইএসএলের মতো মেগা টুর্নামেন্টে দলের মালিক হওয়া আমার কাছে সৌভাগ্যের হবে। তবে, কোন দলটি কিনবো সেটা এখনও নির্ধারণ হয়নি। ’ 

এরই মধ্যে গাঙ্গুলী অ্যাতলেতিকো ডি কলকাতা আর শচীন কেরালা ব্লাস্টার্সকে নিয়ে এগিয়ে চলেছেন। গেইলের দল নিয়ে আলোচনা প্রাথমিক পর্যায়ে থাকলেও রসদ খুঁজে পাচ্ছে ভারতীয় ক্রীড়াপ্রেমীরা।

গেইল আরও জানান, ‘দল নিয়ে আলোচনা প্রাথমিক পর্যায়ে। আমি একজন স্পোর্টসম্যান, তাই অন্যান্য স্পোর্টসকে এগিয়ে নিতে আমার আগ্রহে ভাটা পড়বে না। ’

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ১৫ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।