ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অ্যান্ডারসনদের বোলিং তোপে কোনঠাসা দ.আফ্রিকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৯ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৭
অ্যান্ডারসনদের বোলিং তোপে কোনঠাসা দ.আফ্রিকা ছবি:সংগৃহীত

নিজের ঘরের মাঠে বেশ জ্বলে উঠলেন জেমস অ্যান্ডারসন। অভিজ্ঞ এ বোলারের বিধ্বংসী বোলিংয়ে নিজেদের প্রথম ইনিংসে কোনঠাসা হয়ে পড়েছেন দক্ষিণ আফ্রিকা। দু’দলের চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন শেষে নয় উইকেট হারিয়ে ২২০ রান করেছে প্রোটিয়ারা। তবে ইংল্যান্ড থেকে এখনও তারা ১৪২ রানে পিছিযে আছে।

ওল্ড ট্রাফোডে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে সুবিধে করতে পারেনি দ.আফ্রিকা। দলের হয়ে কেউই হাফসেঞ্চুরির দেখা পাননি।

সর্বোচ্চ ৪৬ রান করেন তেম্বা বাভুমা। অ্যান্ডারসন চার উইকেট তুলে নেন। এছাড়া দুটি করে উইকেট পান স্টুয়ার্ট ব্রড ও মঈন আলী।

এর আগে প্রথম দিনে ২৬০ রানে ছয় উইকেট হারানো ইংল্যান্ড দ্বিতীয় দিন আবারও ব্যাটিংয়ে নামে। পরে বাকি চার উইকেটে ১০২ রান যোগ করলে স্কোর দাঁড়ায় ৩৬২। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান জনি বেয়ারস্টো ব্যক্তিগত ৯৯ রানে আউট হন। প্রোটিয়া বোলারদের মধ্যে কাগিসো রাবাদা সর্বোচ্চ চারটি উইকেট পান। এছাড়া দুটি করে উইকেট দখল করেন মরনে মরকেল, ডুয়ানে অলিভার ও কেশব মাহারাজ।

বাংলাদেশ সময়: ০৮৫৮ ঘণ্টা, ০৬ আগস্ট, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।