ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

জীবনে খুব বেশি আফসোস নেই: সাকিব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
জীবনে খুব বেশি আফসোস নেই: সাকিব সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান / ছবি: শোয়েব মিথুন - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

২০০৭ সালের মে মাসে চট্টগ্রামে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে সাদা পোশাকে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা সাকিব আল হাসান ইতোমধ্যেই খেলেছেন ৪৯টি টেস্ট। দুই ম্যাচ সিরিজের টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসা অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্টেই পূর্ণ হবে তার ৫০তম টেস্ট।

১০ বছরে মাত্র ৫০ টেস্ট! সাকিবের ৪ বছর পরে (২০১১ সালে) আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা ভারতের বিরাট কোহলি খেলে ফেলেছেন ৬০টি টেস্ট।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) অস্ট্রেলিয়া সিরিজ সামনে রেখে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।

সংবাদ সম্মেলনের সেই প্রশ্নত্তোর পর্বের চুম্বক অংশ পাঠকদের জন্য তুলে ধরা হলো।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আপনার ৫০তম টেস্ট হবে। যদি বলতেন প্রথম টেস্টের পর থেকে জার্নিটা কেমন ছিল?

সাকিব: প্রথম টেস্ট যখন খেলেছি তখন চিন্তা করিনি আর কত টেস্ট খেলবো। প্রথম টেস্ট যখন খেলেছিলাম তখন এটাই চিন্তা ছিল যে টেস্টে অভিষেক হয়েছে। আর যেটা একটা মজা ছিল। মজাটা এখন নেই তা না, এখন নানা ধরণের দায়িত্ব নিতে হয়।

স্পিন কোচ হিসেবে সুনিল যোশি আপনাদের ক্যাম্পে যোগ দিয়েছেন। তার কাছ থেকে কতটুকু শিখতে পারছেন?

সাকিব: আজকেই প্রথম ওনার সঙ্গে কাজ করার সুযোগ হলো। কথা বলে ভালো লেগেছে। কিন্তু তার ব্যাপারে মন্তব্য করার জন্য সময় দিতে হবে।

গ্লেন ম্যাক্সওয়েল গতকাল বলেছিলেন যে ওরা আপনার ও মোস্তাফিজের ব্যাপারে বেশ জেনেশুনে এসেছে। আপনাদের দুজনকে নিয়ে ওরা পরিকল্পনাও নিয়েছে। আপনার কোন পরিকল্পনা আছে কী না?

সাকিব: না, এই পর্যন্ত কোন পরিকল্পনা নেই। তবে এবছরটা আমার ভালো যাচ্ছে। চেষ্টা থাকবে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই যেন আরও ভালো করতে পারি।

অস্ট্রেলিয়ার কোন দিকটি আপনার কাছে হুমকি মনে হচ্ছে?

সাকিব: যে দলই আসুক যে অবস্থায়ই আসুক ওরা সবসময়ই একটি কঠিন প্রতিপক্ষ। ওয়ানডে বা টেস্ট খেলতে যেখানেই যাক কন্ডিশনের সাথে মানিয়ে নিতে ওদের চাইতে ভালো দল নেই। সেদিক থেকে আমাদের জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জিং সিরিজ। যেহেতু ওদের দলটা নতুন, কিছুটা অনভিজ্ঞ, উপমহাদেশে সাম্প্রতিক ফর্ম বিশেষ করে শ্রীলঙ্কা ও ভারতে ভালো করেনি তাই আশা করবো ওই ধারাটা যেন আমাদের বিপক্ষেও অব্যাহত থাকে। এবং আমরাও  যেন ভালো করতে পারি।

সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান / ছবি: শোয়েব মিথুন - বাংলানিউজটোয়েন্টিফোর.কমআপনাদের কোন দিকটি অস্ট্রেলিয়ার জন্য হুমকির কারণ হতে পারে?

সাকিব: টেস্ট জিততে হলে দুই বিভাগেই কথা বলতে হবে। সেদিক থেকে হুমকিটা সব দিকেই আসতে হবে। আমাদের ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই ভালো করতে হবে। ২০টা উইকেট নিতে হবে এটা যেমন সত্যি একই সাথে আমাদের রানও করতে হবে।

কোচ হাথুরুসিংহে বলেছে ২-০ তে সিরিজ জিততে চায়। আপনার কী মনে হয়, সম্ভব?

সাকিব: আমার তো মনে হয় সম্ভব। সম্ভব না হওয়ার কোন কারণ তো আমি দেখি না। প্রত্যাশা দুই টেস্ট জেতা।

৫০টি টেস্ট খেলতে ১০ বছর পার করেছেন। বিষয়টি আনন্দের ব্যাপার। এটা কি একধরণের আফসোসেরও ব্যাপার যে ১০ বছরে আরও অনেক টেস্ট খেলা যেত?

সাকিব: জীবনে বেশি আফসোস নেই। তো ওইদিক থেকে যেটা হলো সেটাই আলহামদুলিল্লাহ। ওরকমভাবে বলবো না যে আফসোস আছে কী নেই। তবে হ্যাঁ, বেশি খেলতে পারলে ভালো হতো। কিন্তু খেলতে পারিনি সেটা নিয়ে আফসোস নেই। যতগুলো খেলেছি এগুলোর পারফরম্যান্স কেমন ছিল সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ। চেষ্টা থাকবে যেন আরও ভালো করতে পারি। যেহেতু এবছর আমাদের অনেকেই ভালো করেছে, দলটাও ভালো করেছে। লক্ষ্য থাকবে সেই ধারাটিই অব্যাহত রাখতে চেষ্টা করা। ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কমটেস্ট ক্যারিয়ারের আপনার স্মরণীয় পারফরম্যান্স কোনটি এবং কেন? আর স্মরণীয় টেস্ট কোনটি?

সাকিব: স্মরণীয় টেস্ট ইংল্যান্ডেরটা (২০১৬ সালে)। আর আমার ব্যক্তিগত পারফরম্যান্স যদি চিন্তা করি আমার কাছে মনে হয় ওয়েস্ট ইন্ডিজের সাথে যে ম্যাচে অপরাজিত ৯৬ করেছিলাম (২০০৯) ওইটা। ব্যক্তিগত দিক থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে করা ২১৭ রানের ইনিংসটি (২০১৭) আমার কাছে স্মরণীয়। বোলিংয়ের দিক থেকে নিউজিল্যান্ডের সাথে চট্টগ্রামের পারফরম্যান্সটা স্মরণীয় (২০০৮ সাল, ১১৫ রানে ৯ উইকেট)।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ২৪ আগস্ট ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।