ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বন্যার্তদের পাশে রংপুর রাইডার্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
বন্যার্তদের পাশে রংপুর রাইডার্স ছবি: সংগৃহীত

বন্যার্তদের পাশে দাঁড়াতে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করে দিয়েছে বিসিবি। এদিকে বিপিএলের দল রংপুর রাইডার্স এসে দাঁড়িয়েছে বন্যা কবলিত মানুষের পাশে।

গত দুই আসরের কুমিল্লা ভিক্টোরিয়ানসের আইকন ও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবার তরী ভিড়িয়েছেন রংপুর রাইডার্সে। গত মে মাসে আনুষ্ঠানিকভাবে রংপুর রাইডার্সের মালিকানা নিজেদের করে নেয় দেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ।

উত্তরাঞ্চলে বন্যার প্রভাব বেশি। সাম্প্রতিক এই বন্যায় রংপুর জেলার বেশ কিছু স্থান বন্যা কবলিত হয়। রংপুরের যে সকল স্থানে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে সেসকল এলাকায় বিপুল পরিমাণ ত্রাণ সরবরাহ করেছে রংপুর রাইডার্স। প্রতিকূল আবহাওয়ার মাঝেও অব্যাহত থাকে এই কর্মসূচি। চলতি সপ্তাহে তিন দিন ব্যাপী এই ত্রাণ প্রদান কর্মসূচি পালন করে রংপুর রাইডার্স টিম। দলের অফিসিয়াল ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘দুর্যোগ মোকাবেলার লড়াইয়ে পাশে ছিলো, পাশে আছে, পাশে থাকবে রংপুর রাইডার্স। ’

ছবি: সংগৃহীতএই ত্রাণ কর্মসূচিতে বন্যার পরবর্তি সময়ের জন্য প্রয়োজনীয় খাদ্য এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সরবারাহ করা হয়। ৫ হাজার ৫০০ এর অধিক পরিবারের মাঝে এই ত্রাণ প্রদান করে রংপুর রাইডার্স টিম। ত্রাণ সরবরাহ প্রসঙ্গে রংপুর রাইডার্স টিমের একজন মুখপাত্র জানান, ‘রংপুর রাইডার্স শুধু খেলার মাঠেই নয়, প্রয়োজনের সময় মাঠে নেমে সর্ব সাধারণের জন্যে সাহায্যের হাত বাড়িয়ে দিতে সর্বদা প্রস্তুত। ’

এবার রংপুরের স্পিনারদের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের এক সময়কার সেরা স্পিনার মোহাম্মদ রফিক। কোচের দায়িত্বে থাকবেন আইপিএলে হায়দ্রাবাদকে চ্যাম্পিয়ন করা টম মুডি।

বিপিএলে এখন পর্যন্ত চার আসরের মধ্যে তিন আসরেরই বিজয়ী অধিনায়ক ছিলেন মাশরাফি। প্রথম দুই আসরে ঢাকাকে এবং তৃতীয় আসরে কুমিল্লাকে শিরোপা উপহার দিয়েছেন তিনি। চতুর্থ আসরে কুমিল্লার অধিনায়ক থাকলেও শিরোপা ছোঁয়া হয়নি তার। এবার রংপুরকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ম্যাশ নিজের চতুর্থ বিপিএল শিরোপা ছুঁতে চেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ২৪ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।