ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

অস্ট্রেলিয়ার বিপক্ষে যেখানে এগিয়ে বাংলাদেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
অস্ট্রেলিয়ার বিপক্ষে যেখানে এগিয়ে বাংলাদেশ ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বৈরথে একটি বিষয়ে নিশ্চয়ই সবাই একমত পোষণ করবেন যে, শক্তিমত্তা ও মাঠের রণ কৌশলে টাইগারদের চেয়ে যোজন যোজন এগিয়ে অজিরা। আইসিসির টেস্ট র‌্যাংকিংয়ে দলটি যেখানে চার নম্বরে, সেখানে টেবিলের তলানিতে অবস্থান করছে বাংলাদেশ (৯ নম্বর)। বিশ্বকাপের পাঁচবারের চ্যাম্পিয়ন বলে কথা!

তা সত্বেও রোববার (২৭ আগস্ট) থেকে আসন্ন দুই ম্যাচ সিরিজের টেস্টকে সামনে রেখে একটি জায়গায় নিজেদের এগিয়ে রাখলেন বিশ্বসেরা অলরাউন্ডারর সাকিব আল হাসান। আর সেটি হলো, স্পিন আক্রমণ।

অন্যান্য সব বিবেচনায় সফরকারী দলটি এগিয়ে থাকলেও নিজেদের মাঠে স্পিন আক্রমণে স্বাগতিকরাই এগিয়ে বলে বিশ্বাস সাকিবের। ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কমবৃহস্পতিবার (২৪ আগস্ট) শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সম্মেলন কক্ষে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজকে সামনে রেখে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি একথা জানান। সাকিব জানান, ‘আমার মনে হয় আমাদের স্পিন অ্যাটাক ওদের থেকে ভালো। সব কন্ডিশনে বলবো না। আমাদের দেশে ওদের চেয়ে আমরা ভালো। তাইজুল-মিরাজ অনেক দিন ধরে ভালো বোলিং করছে। এই সিরিজে ওরা দারুণ কিছু করবে বলেই আমরা বিশ্বাস করি। ’

একটুকুও ভুল বলেননি সাকিব। কেননা অস্ট্রেলিয়ার বিষাক্ত স্পিনার নাথান লায়ন ছাড়া অন্য দুই বোলার অ্যাস্টন অ্যাগার ও মিচেল সোয়েপসন সম্পর্কে বলার মতো আহামরি কিছুই নেই। ৬৭ ম্যাচ খেলে নাথান লায়ন সব মিলিয়ে নিয়েছেন ২৪৭টি উইকেট। ক্যারিয়ারে ৯বার ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন। আর অ্যাস্টন অ্যাগার নিয়েছেন দুই উইকেট। তৃতীয়জন; মিচেল সোয়েপসন এখনও টেস্টের মুখই দেখেননি। ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কমপক্ষান্তরে টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব ৪৯ ম্যাচে নিয়েছেন ১৭৬ উইকেট। ক্যারিয়ারে ১৫ বার ইনিংসে পাঁচ বা এর চেয়ে বেশি উইকেট নিয়েছেন তিনি। তাইজুল ইসলাম খেলেছেন মোট ১৩ টেস্ট। এতে তার মোট শিকার ৪৮টি উইকেট। তাইজুল ইনিংসে পাঁচ বা এর চেয়ে বেশি উইকেট নিয়েছেন তিনবার।

বাংলাদেশের স্পিন বিভাগের সবশেষ সংযোজন মেহেদি হাসান মিরাজ খেলেছেন মোট সাত টেস্ট। এতে তার শিকার মোট ৩৫ উইকেট। তিনি ইনিংসে পাঁচ বা এর চেয়ে বেশি উইকেট পেয়েছেন তিনবার। ঘরের মাঠে একাই ধ্বসিয়ে দিয়েছিলেন সফরকারী ইংল্যান্ডের বিশ্বসেরা টেস্ট ব্যাটিং লাইনআপকে।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ২৪ আগস্ট ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।