ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টির দাপট থাকবে ঢাকা টেস্টে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
বৃষ্টির দাপট থাকবে ঢাকা টেস্টে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম / ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেয়া তথ্যানুযায়ী, ২৭-৩১ আগস্ট প্রতিদিনই একবার করে বৃষ্টি হানা দেবে। রাজধানীর আকাশ চিড়ে ঝড়বে মাঝারি থেকে ভারী পাল্লার বৃষ্টি। আর তাতে করে ভেসে যেতে পারে উল্লেখিত তারিখে মিরপুরে অনুষ্ঠেয় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ম্যাচ!

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ।

মিরপুরে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ এই টেস্ট ম্যাচটিকে সামনে রেখে আবহাওয়ার পূর্বাভাস জানাতে গিয়ে তিনি বলেন, ‘২৭-৩১ আগস্ট পর্যন্ত প্রতিদিনই কিছু না কিছু বৃষ্টি হবে।

সেটা সকালে হলে আর বিকেলে হবে না। তবে হবেই। ’

গত এক মাস বা তারও বেশি সময় যাবৎ অঝোর ধারায় ঝড়ছে বৃষ্টি। যেন থামার কোন লক্ষণ নেই। সপ্তাহ খানেক টানা রোদের দেখা মিললেও তার পরের সপ্তাহেই তা আবার মেঘের দৌরাত্বে হারিয়ে যাচ্ছে। অবিরাম ধারায় ঝড়ছেতো ঝড়ছেই। কী দিন, কী রাত। দিনের প্রতিটি প্রহরেই যেন বৃষ্টির দাপট। বিরাম বিশ্রামহীন বৃষ্টির দাপটে জনজীবন যেমন বিপর্যস্ত তেমনি বিপর্যস্ত প্রায় অবস্থা আসন্ন অস্ট্রেলিয়া সিরিজও।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার গুরুত্বপূর্ণ এই সিরিজটিকে সামনে রেখে জুলাই মাসের ১০ তারিখ থেকে শুরু হয়েছিল অনুশীলন ক্যাম্প। ক্যাম্পের প্রথম দুই সপ্তাহ কিছুটা নির্বিঘ্নে কাটলেও বৃষ্টির চোখ রাঙানিতে সপ্তাহের শেষে ইনডোরের নেটে ব্যাটিং অনুশীলন ও জিমে ফিটনেস করেই ক্ষান্ত থাকতে হয়েছে টাইগারদের।

বৃষ্টির ধারাবাহিক এই দাপট অব্যাহত ছিল চট্টগ্রামের অনুশীলন ক্যাম্পেও। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়মে এক সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্পের প্রথম তিন দিন রোদবৃষ্টির খেলার মধ্যেই প্রস্তুতি সেরেছে টাইগাররা। নিস্তার মেলেনি প্রস্ততি ম্যাচেও। তিন দিনের এই ম্যাচের প্রথম দুই দিন খেলা হলেও শেষের দিন পুরোটাই বৃষ্টিতে ভেসে গেছে।

দল চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরলো, অস্ট্রেলিয়াও ঢাকায় পা রাখলো এখনও সেই বৃষ্টির সেই একই চিত্র। প্রতিদিনই হচ্ছে। দিনে না হলেও রাতে। যেন হতেই হবে! যেটি ‘বৃষ্টিবিঘ্নিত ঢাকা টেস্ট’র পূর্বাভাসই দিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, ২৪ আগস্ট, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।