ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

একই সুরে তামিম বোঝালেন ভিন্নভাবে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭
একই সুরে তামিম বোঝালেন ভিন্নভাবে ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছিলেন, অস্ট্রেলিয়াকে ২-০ ব্যবধানে হারানো সম্ভব। এরপর কোচের কথায় একে একে তাল মিলিয়েছিলেন তাসকিন আহমেদ, নাসির হোসেন, সাকিব আল হাসান, ইমরুল কায়েসরা। এবার তাদের সুরে কথা বললেন তামিম ইকবাল, তবে কিছুটা ভিন্নভাবে।

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করা অসম্ভব নয় বলে বিশ্বাস তামিমের। টাইগারদের ড্যাশিং ওপেনার জানালেন, ‘আমার মনে হয় ২-০ ব্যবধানে জেতা সম্ভব।

তবে, জিততে হলে আগে ছোটো ছোটো ব্যাপারগুলো ঠিকভাবে করতে হবে। ২-০ বললাম আর সেটা হয়ে যাবে তেমনটি না। জিততে হলে প্রতিটি সেশন, প্রতিটি বল লড়াই করতে হবে। দলীয় পরিকল্পনা কাজে লাগাতে হবে। যে দল মাঠে নিজেদের পরিকল্পনা ভালোভাবে বাস্তবায়ন করতে পারবে, তাদের জেতার সম্ভাবনা বেশি থাকবে। ’

শুধু বোলারদের ভালো করলেই হবে না, ব্যাটসম্যানদেরও খেলতে হবে নিজেদের সেরাটা দিয়ে। ব্যাটসম্যান হিসেবে প্রথম বল থেকে ধৈর্য দেখাতে প্রস্তুত তামিম। আক্রমণাত্মক বাঁহাতি ব্যাটসম্যানের বিশ্বাস, পুরো দলও খেলবে সেভাবেই। তামিম মনে করেন, ম্যাচ জিততে হলে আগে জিততে হবে ধৈর্যের পরীক্ষায়। ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কমতামিম যোগ করেন, ‘আমরা দল হিসেবে চেষ্টা করবো যেন দুটি টেস্টই জিতি। ২৭ তারিখ যখন মাঠে নামবো, তখন থেকেই আমাদের চিন্তা থাকবে জেতার জন্য নামছি। তবে সবারই মনে রাখা দরকার, ৫ দিনের খেলা ১ ঘণ্টায় শেষ হয়ে যায় না। পাঁচ দিনের ম্যাচ পাঁচ দিনই খেলতে হয়। প্রতিটি মিনিট হিসেব করে খেললে নিজেদের দিকেই একটা ফল আসবে। ’

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবেন তামিম। সেটিও আবার তার ৫০তম টেস্টে। মাইলফলকের এই ম্যাচ তামিম ভালো খেলেই স্মরণীয় করে রাখতে চান, ‘একটা বিশেষ উপলক্ষ এটা। আমার বা দলের পারফরম্যান্স দিয়ে এটাকে আরও বিশেষ করা যায় কি না, সেই লক্ষ্যে নামব। যখন টেস্ট ক্রিকেট শুরু করি বা আমার অভিষেক হয়, তখন মাথায় ছিল, যতটা লম্বা সময় বাংলাদেশের হয়ে খেলা যায়। তবে একটা সময় মনে হচ্ছিল, আমরা যেভাবে টেস্ট খেলছি, তাতে ৫০টা খেলতে পারব কি না সন্দেহ আছে! এখন আমাদের অনেক ম্যাচ বেড়েছে। টেস্ট বেশি খেলছি আগের তুলনায়। ’

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, ২৫ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।