ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

স্টোকসের সেঞ্চুরির পরও উচ্ছ্বসিত উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
স্টোকসের সেঞ্চুরির পরও উচ্ছ্বসিত উইন্ডিজ ছবি:সংগৃহীত

প্রথম টেস্টে হারের পর বেশ সমালোচিত হয়েছিলো ওয়েস্ট ইন্ডিজ। তবে ঘুরে দাঁড়ালো দলটি দ্বিতীয় টেস্টেই। হেডেংলিতে প্রথম দিনে বেন স্টোকসের সেঞ্চুরি সত্বেও ইংল্যান্ডকে ২৫৮ রানে বেধে দিয়েছি ক্যারিবীয়রা। জবাবে ১৯ রানে এক উইকেট হারিয়ে দিন শেষ করে সফরকারীরা।

এদিন স্বাগতিক ইংল্যান্ডকে আরও লজ্জা দিতে পারতো উইন্ডিজরা। কেননা সেঞ্চুরিয়ান স্টোকস ও ৫৯ রান করা জো রুট নিজেদের ব্যক্তিগত ইনিংসের শুরুতেই ক্যাচ থেকে বেঁচে যান।

তবে কেমার রোচ ও শেনন গ্যাব্রিয়েলের দুর্দান্ত বলে দিশেহারা হয়ে পড়ে ইংলিশরা।

টানা ১২ টেস্টে পঞ্চাশ স্পর্শ করলেন রুট। ছুঁলেন এবি ডি ভিলিয়ার্সের বিশ্ব রেকর্ড। তিনি ৯৮ বলে ৫৯ করে বিদায় নেন। তবে সেঞ্চুরি নিয়েই মাঠ ছাড়েন স্টোকস। বরাবর ১০০ করে গ্যাব্রিয়েলের বলে আউট হন। রোচ ও গ্যাব্রিয়েল সমান চারটি করে উইকেট পান।

জবাবে ক্যারিবীয়রা অবশ্য স্বস্তি নিয়ে শেষ করতে পারেনি। ব্যাটিংয়ে নেমে দলীয় ১১ রানেই ওপেনার কাইরন পাওয়েলকে হারায় দলটি। অপরাজিত থেকে মাঠ ছাড়েন ক্রেইগ ব্র্যাথওয়েট ও নাইটওয়াচম্যান দেবেন্দ্র বিশু।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, ২৬ আগস্ট, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।