ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

নিষিদ্ধ থারাঙ্গা, ফিরলেন চান্দিমাল, থিরিমান্নে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৪ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
নিষিদ্ধ থারাঙ্গা, ফিরলেন চান্দিমাল, থিরিমান্নে স্লো ওভার রেটের জন্য দুই ম্যাচ নিষিদ্ধ হলেন থারাঙ্গা-ছবি:সংগৃহীত

এমনিতেই ভারতের বিপক্ষে সিরিজে ২-০তে পিছিয়ে শ্রীলঙ্কা। দ্বিতীয় ওয়ানডেতে পাল্লেকেলেতে জেতার অবস্থায় এসেও শেষ পর্যন্ত হেরে সিরিজ হারের মুখে দলটি। এরকম একটা সময়ে লাসিথ মালিঙ্গাদের শিবিরে দুঃসংবাদ এলো, অধিনায়ক উপুল থারাঙ্গা তার দলের স্লো ওভার রেটের জন্য দুই ম্যাচ সাসপেন্ড হলেন।

চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একই কারণে দুই ম্যাচে বহিষ্কৃত হয়েছিলেন তিনি। থারাঙ্গার জায়গায় চামারা কাপুগেদারা দলকে নেতৃত্ব দেবেন।

গত ম্যাচে নির্দিষ্ট সময়ে তিন ওভার কম করে শ্রীলঙ্কা। সে জন্যই এই শাস্তি।

সিরিজের শেষ তিনটি ম্যাচের সবকটিতেই হেরে গেলে ২০১৯ বিশ্বকাপে খেলার সরাসরি যোগ্যতা পাওয়াই অনিশ্চত হয়ে উঠতে পারে শ্রীলঙ্কার। সেক্ষেত্রে তাদের ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে। তেমন পরিস্থিতি যাতে না আসে, সে জন্য এই সিরিজে অন্তত একটা ম্যাচ জিততেই হবে তাদের।  

তাই টেস্ট অধিনায়ক দিনেশ চান্দিমাল ও ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নেকে দলে আনা হলো অন্তত পরের তিনটি ম্যাচের জন্য। ওপেনার দানুস্কা গুনাথিলাকা কাঁধে চোট পেয়ে হয়তো পরের দুটো ম্যাচে খেলতে পারবেন না।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ২৬ আগস্ট, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।