ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

অভিষেক ম্যাচে জয়ের স্বাদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৪ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
অভিষেক ম্যাচে জয়ের স্বাদ ছবি: সংগৃহীত

জাতীয় দলের টেস্ট স্কোয়াডে জায়গা না পাওয়া মাহামুদুল্লাহ রিয়াদ জ্যামাইকা তালাওয়াশের জার্সিতে সিপিএল খেলছেন। নিজের সিপিএল অভিষেকে জয়ের স্বাদ পেয়েছেন টাইগার এই অলরাউন্ডার। সেন্ট লুসিয়াকে ৬ উইকেটে হারিয়েছে সাকিব-রিয়াদের জ্যামাইকা।

আগে ব্যাট করে সেন্ট লুসিয়া নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ১৭২ রান। জবাবে, ১ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে কুমার সাঙ্গাকারার দলটি।

অভিষেকের দিন বল হাতে নেওয়া হয়নি মাহমুদুল্লাহর। আর ব্যাট হাতে ১ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন টাইগার এই অলরাউন্ডার।

সেন্ট লুসিয়ার দলপতি শেন ওয়াটসন ইনিংস সর্বোচ্চ ৮০ রান করেন। ৪৫ বলের ইনিংসে এই অস্ট্রেলিয়ান ৩টি চার আর ৭টি ছক্কা হাঁকান। ২০ রান করেন ওপেনার আন্দ্রে ফ্লেচার। ২০ রান আসে জনসন চার্লসের ব্যাট থেকে। মারলন স্যামুয়েলস, ড্যারেন স্যামিরা ব্যাট হাতে ব্যর্থ হন।

জ্যামাইকার ম্যাথুরিন-ক্রিসমার সান্তোকি দুটি করে উইকেট তুলে নেন। মোহাম্মদ সামি-কেরসিক উইলিয়ামস-রভম্যান পাওয়েল একটি করে উইকেট দখল করেন।

১৭৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে জ্যামাইকার ওপেনার লেন্ডল সিমন্স ১১, গ্লেন ফিলিপস ২১ রান করেন। তিন নম্বরে নামা দলপতি সাঙ্গাকারা ৪৫ বলে ৯টি চার আর ৩টি ছক্কায় ৭৪ রান করে অপরাজিত থাকেন। আন্দ্রে ম্যাকার্থি ৩২ বলে করেন ৩৬ রান।

১৯ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে জ্যামাইকা। মাহমুদুল্লাহ রিয়াদ-সাঙ্গাকারাদের পরের ম্যাচ ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, ২৬ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।