ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

এই রেকর্ড চাননি মিরাজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৭
এই রেকর্ড চাননি মিরাজ ২৪৭ রান দিয়েও উইকেটশূন্য মিরাজ

সাকিবের সঙ্গে জুটি বেধে স্পিন আক্রমণে প্রতিপক্ষের জন্য হুমকি ছিলেন মেহেদি হাসান মিরাজ। এবার সাকিবহীন মিরাজ খেলতে নেমে বাজে এক রেকর্ডের তালিকায় ঢুকে গেছেন। তাতে মুক্তি দিয়েছেন বাংলাদেশের পেসার শাহাদাত হোসেন রাজীবকে।

মিরাজ চলমান টেস্টের দুই ইনিংসে কোনো উইকেট না নিয়ে খরচ করেছেন ২৪৭ রান। বিনা উইকেটে সর্বোচ্চ রানের তালিকায় এক নম্বরে দক্ষিণ আফ্রিকার স্পিনার ইমরান তাহির।

দুইয়ে পাকিস্তানি পেসার খান মোহম্মদ। আর তিন নম্বরে ঢুকে গেলেন মিরাজ।
 
২০১২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাহির কোনো উইকেট না নিয়ে খরচ করেছিলেন ২৬০ রান। সেটিই এখন পর্যন্ত সর্বোচ্চ। ১৯৫৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ইনিংসে ২৫৯ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন পাকিস্তানি পেসার খান মোহাম্মদ।
 
মিরাজ প্রথম ইনিংসে ৫৬ ওভার বল করে খরচ করেন ১৭৮ রান। আর দ্বিতীয় ইনিংসে ১১ ওভার বল করে খরচ করেন ৬৯ রান। কোনো ইনিংসেই উইকেট পাননি। টেস্ট ক্যারিয়ারে এমনটি এবারই প্রথম ঘটলো মিরাজের।
 
মিরাজের পরের স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার নিকি বোয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে ২০০৬ সালে নিকি বোয়ে এক ইনিংসে বল করেছিলেন ৬৫ ওভার, খরচ করেছিলেন ২২১ রান। এই তালিকায় চার নম্বরে থাকা জিম্বাবুয়ের স্পিনার রেডমন্ড প্রাইস দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০০১ সালে ২১১ রান খরচ করেও কোনো উইকেট পাননি।
 
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান খরচ করেও এতোদিন উইকেট না পাওয়ার যন্ত্রণা নিয়ে ছিলেন শাহাদাত হোসেন। ২০১০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে শাহাদাত ১৬৮ রান খরচ করেও উইকেটের দেখা পাননি।
 
বাংলাদেশ সময়: ২৩১৯ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।