ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

৬৫ কাউন্সিলরের অনুপস্থিতিতে চলছে বিসিবির এজিএম-ইজিএম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩১ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৭
৬৫ কাউন্সিলরের অনুপস্থিতিতে চলছে বিসিবির এজিএম-ইজিএম ৬৫ কাউন্সিলরের অনুপস্থিতি চলছে বিসিবির এজিএম-ইজিএম-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অবশেষে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল কাঙ্খিত বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভা (ইজিএম)। তবে বিসিবির ১৭০জন কাউন্সিলরের মধ্যে অনুষ্ঠানে ৬৫জনই অনুপস্থিত রয়েছেন।

সোমবার (০২ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানের শুরুতেই প্রায়ত কাউন্সিলরদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

আজকের এজিএম ও ইজিএমে মূলত গুরুত্ব পাচ্ছে বিসিবির গঠনতন্ত্রের অনুমোদন।

বিসিবির এই সভার মূল এজেন্ডা থাকছে, গঠনতন্ত্রের অনুমোদন। পাশাপাশি পূর্ববর্তী বছরসমূহের কার্যক্রমের বিবেচনা এবং তার অনুমোদন। পরিচালনা পর্ষদ কর্তৃক অনুমোদিত অর্থবছর সমূহের (২০১২-২০১৭) আয় ব্যয় সংক্রান্ত নীরিক্ষা পরীক্ষা উপস্থাপন, প্রেরণা ও অনুমোদন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট অনুমোদন।

এছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয় ব্যয় হিসাব, নিমবাস কমিউনিকেশনের সঙ্গে টিভি স্বত্ব নিয়ে বিসিবির ২৭ মিলিয়ন ডলারের বিরোধের নিষ্পত্তি, বিসিবির কর্মকর্তা-কর্মাচারিদের পারিশ্রমিক নির্ধারণ এবং সাধারণ পরিষদ কর্তৃক উথ্থাপিত কোনো জরুরি বিষয়ের নিষ্পত্তি।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, ০২ অক্টোবর, ২০১৭
এমএমএস/এইচএল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।