ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

৭৯ রানেই ৯ উইকেট নেই বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৬ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৭
৭৯ রানেই ৯ উইকেট নেই বাংলাদেশের ছবি: সংগৃহীত

৪২৪ রানের টার্গেটে পঞ্চম বা শেষ দিন ব্যাট করছে বাংলাদেশ। তাতে ৩৪৯ রান দূরে সফরকারীরা। হাতে আছে ১ উইকেট। উইকেটে আছেন মিরাজ-মোস্তাফিজ। এ রিপোর্ট লেখা অবধি ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছে ৭৯ রান।

বাংলাদেশ চতুর্থ দিন শেষে ৩ উইকেট হারিয়ে তোলে ৪৯ রান। ব্যাটিংয়ে নেমে শেষ দিনের শুরুতেই বিদায় নেন দলপতি মুশফিকুর রহিম।

শেষ দিন ব্যাটিংয়ে নেমে মুশফিক বিদায় নেওয়ার আগে করেন মাত্র ১৬ রান। কেগিসো রাবাদার বলে হাশিম আমলার তালুবন্দি হয়ে আউট হওয়ার আগে চতুর্থ দিনের রানের সাথে কোনো রানই যোগ করতে পারেননি মুশফিক। দলীয় ৫৫ রানের মাথায় চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৬২ রানের মাথায় বিদায় নেন মাহমুদুল্লাহ রিয়াদ। রাবাদার বলে বোল্ড হওয়ার আগে তিনি করেন ৯ রান। আবারো রাবাদার আঘাতে বাংলাদেশ ষষ্ঠ উইকেট হারায়। এলবির ফাঁদে ফেলে এই পেসার ফিরিয়ে দেন ৪ রান করা লিটন দাসকে। সপ্তম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন ৪ রান করা সাব্বির রহমান। কেশব মহারাজের বলে এলবির ফাঁদে পড়েন তিনি। ৬৭ রানেই ৭ উইকেট হারায় বাংলাদেশ। এরপর ৪ রান করা তাসকিনকে এলবির ফাঁদে ফেলেন কেশব মহারাজ। রান আউট হয়ে ফেরেন শফিউল।

আগের দিন দ্বিতীয় ইনিংসে ওপেনিংয়ে নামেন তামিম ইকবাল-ইমরুল কায়েস। মরনে মরকেলের করা দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলেই তামিম বিদায় নেন বোল্ড হয়ে। ওভারের শেষ বলে মুমিনুল বিদায় নেন এলবির ফাঁদে পড়ে। কোনো রান ওঠার আগেই দুই ব্যাটসম্যানের বিদায় ঘটে। ইনিংসের তৃতীয় ওভারে সেই মরনে মরকেলের বলে দলীয় ৬ রানের মাথায় বোল্ড হয়েও ‘নো বল’ এর কারণে বেঁচে যান মুশফিকুর রহিম।

তামিম-মুমিনুলকে হারানোর পর প্রতিরোধ গড়েছিলেন মুশফিক-ইমরুল। ইমরুল ফিরেছেন ডি ককের গ্লাভসে ধরা পড়ে। মহারাজের স্পিনে আউট হওয়ার আগে ৪২ বলে ৫টি চারের সাহায্যে ৩২ রান করেন ইমরুল। দলীয় ৪৯ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।

প্রথম ইনিংসে ৪৯৬ রানে ইনিংস ঘোষণা করেছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ তুলেছিল ৩২০ রান। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারানো স্বাগতিকরা ৫৬ ওভারে ২৪৭ রান তুলে ইনিংস ঘোষণা করে। ফলে, বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় ৪২৪ রান।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ২ অক্টোবর, ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।