ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

জাতির কাছে ক্ষমা চাইছি: মুশফিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৭
জাতির কাছে ক্ষমা চাইছি: মুশফিক ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে জিতে লিড নিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। মুশফিকের দলটি হেরেছে ৩৩৩ রানের বিশাল ব্যবধানে। তারচেয়েও বড় লজ্জার ব্যাপার দ্বিতীয় ইনিংসে মাত্র ৯০ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ।

২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে শেষবার একশ রানের নিচে অলআউট হয়েছিল বাংলাদেশ।  

দলের এমন বাজে পারফর্মের দায়টা পড়ে দলপতির ঘাড়েই।

মুশফিক মাথা পেতে নিয়েছেন হারের দায়। সঙ্গে দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশের কোটি ক্রিকেট ভক্তের কাছে ক্ষমা চেয়েছেন মুশফিক।

স্বাগতিকদের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ মেনে নিতে পারছেন না মুশফিক, ‘ব্যাটিং নিয়ে আমি হতাশ। এটা অবশ্যই হতাশাজনক। সত্যি বলতে কি, অধিনায়ক হিসেবে আমি নিজেই ভুলে গেছি বাংলাদেশ শেষ কবে এমন ব্যাটিং করেছে। একশ রানের নিচে শেষ কবে অলআউট হয়েছি নিজেও মনে করতে পারছি না। খুবই খারাপ লাগছে। ম্যাচটা বাঁচানো কঠিন হলেও হারের ধরনটা ভিন্ন হতে পারতো। ’

এই সিরিজে বাংলাদেশের জয় অথবা ড্র’ই এগিয়ে দিতো টাইগারদের। সুযোগ ছিল ওয়েস্ট ইন্ডিজকে হটিয়ে প্রথমবারের মতো আটে ওঠার। দ. আফ্রিকা ১-০ তে সিরিজ জিতলে দলটির রেটিং হবে ১০৯। স্বাগতিকরা ২-০ তে জিতলে বাংলাদেশ ২ রেটিং পয়েন্ট হারাবে। রেটিং পয়েন্ট হবে ৭২। দক্ষিণ আফ্রিকার রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়াবে ১১১।

দলের এমন শোচনীয় হারে দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে বাংলাদেশ অধিনায়ক জানান, ‘আমি মনে করি শেষ দিনের অন্তত দুইটা সেশন খেলার মতো সামর্থ্য আমাদের আছে। সেটা হয়নি। অধিনায়ক হিসেবে, ব্যাটসম্যান হিসেবে আমি নিজেই খুব হতাশ। এভাবে হারতে হবে কখনই ভাবিনি। এই হারের জন্য আমি জাতির কাছে ক্ষমা চাইছি। ’

আগামী ৬ অক্টোবর দ্বিতীয় ও শেষ টেস্টে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে মুশফিক বাহিনী।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ২ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।