ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

সমালোচকদের পাত্তা দেন না বুড়ো নেহেরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৭ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৭
সমালোচকদের পাত্তা দেন না বুড়ো নেহেরা সমালোচকদের পাত্তা দেন না বুড়ো নেহেরা-ছবি:সংগৃহীত

এই বয়সে ভারতীয় টি-টোয়েন্ট দলে আশিস নেহেরার প্রত্যাবর্তন নিয়ে সমালোচকরা প্রশ্ন তুলছেন। কেননা ৩৮ বছর প্রায় শেষ হতে চললো অভিজ্ঞ এ ফাস্ট বোলারের। তবে নিজেকে প্রবীণ তকমা দিলে তিনি মনক্ষুণ্ণ হন। এখন একমাত্র টি-২০ ফরম্যাটেই ভারতীয় দলে বিবেচিত হয়ে থাকেন নেহেরা।

সর্বশেষ ম্যাচ খেলেছেন গত জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে। পরে আইপিএলে চোট পান বাহাতি তারকা।

গত সোমবার নেটে গা ঘামাতে নেমেছিলেন নেহরা। তখন তাকে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘জাতীয় দলে ডাক পেলে কে না খুশি হয়? আমি সমালোচকদের মন্তব্যকে পাত্তা দেই না। জাতীয় দলের সব ক্রিকেটারই জানে, আমি নিজেকে এখনও কতখানি নিংড়ে দিতে পারি। অধিনায়ক কোহলিরও তা অজানা নয়। নির্বাচকরা জানেন বলেই তারা আবার আমাকে জাতীয় দলে জায়গা করে দিয়েছেন। ’ 

তিনি আরও বলে, ‘এই বয়সে আমার কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই। আপাতত অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ ম্যাচ খেলব। আমি যদি ভালো বল করতে পারি তাহলে খবর হব। আর যদি বল হাতে খারাপ করি তাহলে আরও বড় খবর হবে আমাকে নিয়ে। ’

দীর্ঘ প্রায় ১৮ বছরের ক্রিকেটজীবনে দেশের হয়ে ১২০টি একদিনের ম্যাচ, ২৬টি টি-২০ ম্যাচ এবং ১৭টি টেস্ট খেলেছেন আশিস নেহেরা। ৩৮ বছর বয়সেও তার বলের গড় গতি ঘণ্টায় ১৪০ কিলোমিটার।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, ০৩ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।