ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

মরকেলের পরিবর্তে বাংলাদেশের বিপক্ষে প্যাটারসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৫ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৭
মরকেলের পরিবর্তে বাংলাদেশের বিপক্ষে প্যাটারসন মরকেলের পরিবর্তে বাংলাদেশের বিপক্ষে প্যাটারসন-ছবি:সংগৃহীত

ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ইতোমধ্যে ছিটকে গেছেন দক্ষিণ অাফ্রিকার ফাস্ট বোলার মরনে মরকেল। তবে তার পরিবর্তে দেশটির ঘরোয়া দল কেপ কোবরার পেসার ড্যান প্যাটারসনকে দলে নিয়েছে প্রোটিয়ারা।

এর আগে বাংলাদেশের বিপক্ষে পচেফস্ট্রুমে সিরিজের প্রথম টেস্টে সাইড স্ট্রেইনের কারণে শেষ দিন খেলতে পারেননি মরকেল। ইনজুরির কারণে চলমান সিরিজে বাদ পড়া প্রোটিয়া পেসারদের লম্বা তালিকায় যোগ দিলেন মরকেল।

এর আগে ক্রিস মরিস, ভারনন ফিল্যান্ডার ও ডেল স্টেইন ছিটকে গিয়েছিলেন।

প্রথম টেস্টে ৩৩৩ রানের বড় ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে সিরিজে লিড নিয়েছে দ. আফ্রিকা। আগামী ৬ অক্টোবর থেকে ব্লোয়েমফন্টিনে দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।

এদিকে এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে কোনো টেস্ট খেলা হয়নি ডানহাতি প্যাটারসনের। তবে প্রোটিয়াদের হয়ে চারটি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। তবে প্রথম শ্রেণীর ক্রিকেটে ৮৫টি ম্যাট খেলার অভিজ্ঞতা রয়েছে ২৮ বছর বয়সী এ ক্রিকেটারের।  

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, ০৩ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।