ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

সঠিক পথেই এগুচ্ছে কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৭
সঠিক পথেই এগুচ্ছে কোহলি ছবি: সংগৃহীত

সফরকারী অস্ট্রেলিয়াকে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চারটিতেই হারিয়েছে টিম ইন্ডিয়া। হোম আর অ্যাওয়ে মিলিয়ে বিরাট কোহলির নেতৃত্বে একটানা ৯ ওয়ানডে ম্যাচ জেতার রেকর্ডও গড়েছে ভারত। বলা চলে দুরন্ত গতিতে ছুটছে অধিনায়ক কোহলির বিজয় রথ।

সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে ভারতের দুর্দান্ত পারফরম্যান্সের পর অধিনায়ক কোহলি সঠিক পথেই এগুচ্ছে বলে সার্টিফিকেট দিলেন ভারতের সাবেক দলপতি সৌরভ গাঙ্গুলী।

প্রিন্স অব ক্যালকাটা খ্যাত গাঙ্গুলী জানান, ‘মনে আছে আমি এর আগে বলেছিলাম কোহলি এখনও সেরা অধিনায়ক হতে পারেনি।

কারণ, তার আসল কাজটা কিন্তু দেশের বাইরে ম্যাচ জিতিয়ে দলকে চাঙ্গা করা। এবার সেই কথার পরিবর্তন আনা দরকার। এখন মনে হচ্ছে, ২০১৯ বিশ্বকাপের আগে অধিনায়ক কোহলি সঠিক পথেই এগুচ্ছে। ভারতের সেরা অধিনায়ক হওয়ার সব রকম যোগ্যতা তার মধ্যে রয়েছে। ’

চলতি বছর অজিদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শেষ হলেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। এরপর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে কোহলি বাহিনী। ডিসেম্বরে লঙ্কানদের বিরুদ্ধে সিরিজ শেষ করেই নতুন বছরে দক্ষিণ আফ্রিকা সফরে উড়ে যাবে ভারতীয় দল। সেখানে তিনটি টেস্ট, ছয়টি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি খেলবে কোহলি দল। এরপর জুলাইয়ে ইংল্যান্ডের মাটিতে পূর্নাঙ্গ সিরিজ খেলবে ভারত। সেখানে তিনটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে আর পাঁচটি টেস্ট খেলবে টিম ইন্ডিয়া।

গত চ্যাম্পিয়ন্স ট্রফির পরপরই ওয়েস্ট ইন্ডিজ সফরে যায় ভারত। কোহলির নেতৃত্বে সেখানে সিরিজ জিতে দ্বীপরাষ্ট্র সফরে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে ৯-০ হোয়াইটওয়াশ করে রেকর্ড গড়ে ভারত। দেশে ফিরে অস্ট্রেলিয়ার বিপক্ষেরও ওয়ানডে সিরিজে জয়। কোহলির নেতৃত্বে টেস্ট ও ওয়ানডে দুই ফরমেটে এখন এক নম্বর দল ভারত।

হোম ম্যাচের কথা বাদ দিলে কোহলিকে আরও পরীক্ষা দিতে হবে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড সফরে-এমনটি জানিয়ে রাখলেন গাঙ্গুলী। তিনি জানান, ‘২০১৯ বিশ্বকাপের কথা মাথায় রেখে কোহলি এখন থেকেই ধাপে ধাপে পরিকল্পনা করে দল গুছিয়ে নিচ্ছে। পরিকল্পনা মতো রিজার্ভ বেঞ্চের শক্তিও মেপে নিচ্ছে সে। এটা বড় অধিনায়কদের অন্যতম গুণ। তবে, তার পরীক্ষার বাকি আছে। বিশ্বকাপের আগে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার মাঠে তাকে এই পরীক্ষায় পাস মার্ক বের করতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ৩ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।