ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তিন বিভাগেই ভালো খেলার প্রত্যয়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৭
তিন বিভাগেই ভালো খেলার প্রত্যয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সফরকারী আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে চার দিনের একমাত্র ম্যাচ খেলতে সিলেট পৌঁছেছে স্বাগতিক বাংলাদেশ ‘এ’ দল। রোববার (৮ অক্টোবর) দুপুর ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে রওয়ানা হয়ে পৌনে ২টায় সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছায় নাজমুল হোসেন ও তার দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১১-১৪ অক্টোবর। দু’দিন বাদে অনুষ্ঠেয় এই ম্যাচে স্বাগতিকদের মোকাবেলা করতে আইরিশ ‘এ’ দল পৌঁছে গতকাল।

চারদিনের ম্যাচটি শেষ করেই ৫ ম্যাচ সিরিজের ওয়ানডে খেলতে কক্সবাজারে রওয়ানা হয়ে যাবে দু’দল।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৭, ১৯, ২১, ২৪ ও ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে সিরিজের পাঁচটি ওয়ানডে।

এদিকে সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন এই সিরিজে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং; এই তিন বিভাগেই ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করেছেন শান্তদের বোলিং কোচ চাম্পাকা রামানায়েকে।

তিনি জানান, ‘আমরা চাইছি ভালো এবং প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলতে। আয়ারল্যান্ড কতটা ভালো দল সেটা আমরা জানি না। কারণ যারা খেলতে এসেছে তারা ‘এ’ দল। কিন্তু যেহেতু ওরা টেস্ট ক্রিকেট খেলছে সেহেতু দলটিতে ভালো প্লেয়ার থাকার কথা। ’

বোলিং কোচ আরও জানান, ‘তবে আমরা তাদের নিয়ে খুব বেশি ভাবছি না। আমাদের মতই খেলতে চেষ্টা করবো। আমাদের ব্যাটি, বোলিং ও ফিল্ডিং এই তিন বিভাগেই ভালো করতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ৮ অক্টোবর ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।