ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রোটিয়াদের আরেকটি শতরানের জুটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
প্রোটিয়াদের আরেকটি শতরানের জুটি ছবি: সংগৃহীত

মেহেদি হাসান মিরাজের জোড়া আঘাতের পর মার্করাম-ডু প্লেসি পার্টনারশিপে রানের চাকা সচল রেখেছে দক্ষিণ আফ্রিকা। টাইগারদের মান বাঁচানোর ম্যাচে আরেকটি শতরানের জুটিতে বড় স্কোরে চোখ রাখছে স্বাগতিকরা।

এ রিপোর্ট লেখা অবধি প্রোটিয়াদের সংগ্রহ ৩৬ ওভার শেষে দুই উইকেটে ২৪৪। অধিনায়ক ফাফ ডু প্লেসি ৬৬ ও অভিষিক্ত আইদেন মার্করাম ৫২ রানে ব্যাট করছেন।

ইনিংসের ১৭.৫ ওভারে এসে উইকেটের দেখা পায় টাইগাররা। বাভুমাকে (৪৮) লং-অনে লিটন দাসের ক্যাচ বানিয়ে সতীর্থদের উদযাপনের মধ্যমণি বনে যান একাদশে ফেরা মিরাজ। কুইন্ট ডি ককের সঙ্গে তার ওপেনিং পার্টনারশিটে আসে ১১৯।

১৩ রান যোগ হতেই আবারো মিরাজের স্পিন ঘূর্ণি। নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে ছন্দে থাকা ডি কককে মাঠছাড়া করেন এ অফস্পিন অলরাউন্ডার। আউট হওয়ার আগে ৭৩ রানের ইনিংস খেলেন প্রোটিয়া উইকেটরক্ষক ব্যাটসম্যান। দলীয় স্কোর তখন ১৩২/২ (২১.১ ওভার)।

ইস্ট লন্ডনের বাফেলো পার্কে অধিনায়ক হিসেবে বাংলাদেশকে পঞ্চাশতম ওয়ানডেতে নেতৃত্ব দেওয়ার মাইলফলক স্পর্শ করেন মাশরাফি বিন মর্তুজা। দুই টেস্ট আর দুই ওয়ানডের পর টস জয়ের দেখা পান প্রোটিয়া দলপতি ফাফ ডু প্লেসি। হোম কন্ডিশনে দাপটের সঙ্গেই তিন ম্যাচের ওডিআই সিরিজটি জিতে নিয়েছে স্বাগতিক শিবির।

বাংলাদেশের এই সফরে ইনজুরির তালিকা দীর্ঘই হচ্ছে। সবশেষ চোটের কারণে সিরিজই শেষ হয়ে গেছে তামিম ইকবালের। একই কারণে দলে নেই মোস্তাফিজুর রহমান। তামিমের পরিবর্তে একাদশে ফিরেছেন সৌম্য সরকার। আর শেষ ওয়ানডেতে বাদ পড়া নাসির হোসেনের জায়গায় খেলছেন অফস্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। সাইডবেঞ্চেই সময় কাটলো মুমিনুল হকের।

অন্যদিকে দ. আফ্রিকা দলে বিশ্রাম দেওয়া হয়েছে হাশিম আমলাকে। এ ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয়েছে দু’টি টেস্ট খেলা আইদেন মার্করামের। আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন ১৯ বছর বয়সী উদীয়মান অলরাউন্ডার উইলেম মুল্ডার।

বাংলাদেশ একাদশ: ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন, তাসকিন আহমেদ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মার্করাম, তেম্বা বাভুমা, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ফাফ ডু প্লেসি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, ফারহান বেহারদিন, আন্দাইল ফেলুকভায়ো, উইলেম মুল্ডার, ডেন প্যাটারসন, কাগিসো রাবাদা, ইমরান তাহির।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ২২ অক্টোবর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।