ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘বিদেশি প্লেয়ারদের জন্যই আমরা দল পাইনি’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
‘বিদেশি প্লেয়ারদের জন্যই আমরা দল পাইনি’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

অন্য কোনো কারণ নেই। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে ৫ জন করে বিদেশি খেলোয়াড় খেলোনোর আনকোরা নিয়মের জন্যই দল পাননি বলে মনে করেছেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে এক সময়ে নিয়মিত খেলা পেসার শাহাদাত হোসেন। শুধু তিনিই নন, নাঈম ইসলাম ও এনামুল হক জুনিয়রও ওই একই পথের পথিক বলে মত তার।

শাহাদাত জানান, ‘বিপিএলের কোনো ফ্র্যাঞ্চইজির সাথে এখনও আমার কথা হয়নি বা চুক্তি হয়নি। ৫ জন বিদেশি খেলায় এবার অনেক কঠিন হয়ে গেছে।

আপনি আইপিএল, সিপিএল, বিগব্যাশ দেখেন কোথাও এটা হয় না। সব জায়গায় চারজন বিদেশি খেলানো হয়। কিন্তু আমাদের দেশেই এর উল্টো। ’

শাহাদাতের দাবী, বিপিএলে খেলতে যে যে যোগ্যতা থাকা প্রয়োজন কিছুরই কমতি তার নেই, ‘আমি সব দিকেই এগিয়ে ছিলাম, গতবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে দুই ম্যাচে ভালো বল করেছি, প্রিমিয়ার লিগেও ভালো বল করেছি। তাই আশা করেছিলাম এই বছর ডাক পাব, কিন্তু পেলাম না। ’

শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগের গেল মৌসুমে নিজের পারফরম্যান্সের কথা তুলে ধরে শাহাদাত বলেন, ‘শেখ জামাল ক্লাবের হয়ে ভালো পারফর্ম করেছি। আমি ১৬টি ম্যাচ খেলে উইকেট পেয়েছি ১৫টি, আমার ইকোনমি ছিল খুবই কম। আমার বেস্ট বোলিং ফিগার ছিল ৩৩ রানে তিন উইকেট। আমার পেস ও ফিটনেস খুবই ভালো। দলের কঠিন সময়ে ব্রেক থ্রু দেওয়ার চেষ্টা করেছি। ’

তারপরও দল না পেয়ে দারুণ হতাশ এক সময়ের এই টাইগার থ্রেট বোলার, ‘এটাতো হতাশ করার মতোই। কেননা দল একটা কমেছে। আটটা দল হওয়ার কথা হলেও হয়নি। হয়েছে সাতটি। সাতটি দলে যদি একজন করে বেশি বিদেশি খেলোয়াড় রাখেন, তাহলে ওই সাত দলে ৭ জন দেশি প্লেয়ার খেলার সুযোগ কমে যায়। তাই দেশি সাত প্লেয়ারের কোনো সুযোগ নেই। অবশ্যই বিদেশি প্লেয়ারদের জন্যই আমরা টিম পাইনি। ’

বিপিএলের চার আসরের প্রথম দুটিতে খুলনা রয়্যাল বেঙ্গলসের হয়ে খেলা শাহাদাত হোসেন চতুর্থটিতে খেলেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। ২০১৫ সালের তৃতীয় আসরে তিনি খেলতে পারেননি গৃহকর্মী নির্যাতন মামলার দায়ে।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, ২২ অক্টোবর ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।