ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

ক্রিকেট

জয়ের হ্যাটট্রিকের ম্যাচে মুখোমুখি মাশরাফি-মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
জয়ের হ্যাটট্রিকের ম্যাচে মুখোমুখি মাশরাফি-মাহমুদউল্লাহ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

মাশরাফির রংপুর রাইডার্স ও মাহমুদউল্লাহর খুলনা টাইটান্সের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব। এবারের আসরে প্রথমবার মুখোমুখি হচ্ছে ‍দু’দল।

টানা দুই ম্যাচ জিতে মাশরাফি ও মাহমুদউল্লাহ দু’জনেরই লক্ষ্য হ্যাটট্রিক জয়ে। রোমাঞ্চকর এক ম্যাচই উপভোগ করবেন দর্শকরা।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম পর্বের শেষ দিনের (২১ নভেম্বর) প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে মুশফিকের রাজশাহী কিংসকে ২ উইকেট খুলনা ও সাকিবের ঢাকা ডায়নামাইটসকে ৩ রানে হারিয়েছে রংপুর।

সিলেট, মিরপুর হয়ে চার-ছক্কার টি-টোয়েন্টি ক্রিকেটের আমেজে মাতবে এবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। শুক্রবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় মাঠে গড়াবে রংপুর-খুলনা ম্যাচ। একইদিন সন্ধ্যা ৭টায় সিলেট সিক্সার্সকে আতিথ্য দেবে চিটাগং ভাইকিংস।

বলা বাহুল্য, পঞ্চম আসরের উদ্বোধন হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। প্রথমবার যুক্ত এই ভেন্যুটি। সেখানে ৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামে ১০ ম্যাচ শেষে আবারো ঢাকায় ফিরবে বিপিএল উত্তেজনা। যার শেষটা হবে ১২ ডিসেম্বরের ফাইনালের মধ্য দিয়ে।

সাত দলের পয়েন্ট টেবিলে ৬ ম্যাচে ৩ জয় ও ৩ হারে ৬ পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থানে রংপুর রাইডার্স। সাত ম্যাচ খেলে তিন নম্বরে থাকা খুলনা টাইটান্সের সংগ্রহ ৯ (৪ জয়, ২ হার ও বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ থেকে ১ পয়েন্ট)। ২ পয়েন্ট পিছিয়ে চার নম্বরে আট ম্যাচ খেলা নাসির-সাব্বিরের সিলেট সিক্সার্স।

সিক্সার্সের সমান ৯ পয়েন্ট হলেও নেট রান রেটে এগিয়ে থাকায় দ্বিতীয় স্থানে ঢাকা ডায়নামাইটস। ৭ ম্যাচে মাত্র দুই জয়ে ছয়ে রাজশাহী কিংস (৪) ও ৬ ম্যাচের চারটিতে হেরে (এক ম্যাচ পরিত্যক্ত) তলানিতে সৌম্য সরকারের চিটাগং ভাইকিংস (৩)। ৬ ম্যাচে পাঁচ জয়ে সবার উপরে তামিমের কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, ২৩ নভেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।