ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

ক্রিকেট

বিয়ে করলেন ভুবনেশ্বর কুমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
বিয়ে করলেন ভুবনেশ্বর কুমার ছবি:সংগৃহীত

দীর্ঘদিনের বান্ধবী নুপূর নাগরারের সঙ্গে বিয়ে পর্ব সেরে নিলেন ভারতীয় জাতীয় দলের পেসার ভুবনেশ্বর কুমার। কনে নুপূর ভারতের একটি বহুজাতিক সংস্থায় ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন।

ভুবেনেশ্বেরের গ্রামের বাড়ি মেরঠে বিয়ে উপলক্ষ্যে বড় ধরনের আয়োজন করা হয়েছিল। বৃহস্পতিবার বিকেলে দুই পরিবারের আত্মীয়-পরিজনদের সামনে বিয়ের বন্ধনে জড়ান ভুবি।

২৬ বছর বয়সী নুপূরের বাড়ি উত্তরপ্রদেশের বুলন্দশহরে।

আগামী ২৬ ডিসেম্বর রিসেপশন পার্টির আয়োজন করা হয়েছে। এ ছাড়া আগামী ৩০ ডিসেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে আরও একটি রিসেপশনের ব্যবস্থা করেছেন ২৭ বছর বয়সী ভুবেনেশ্বর।

বিয়ের জন্য শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজে দ্বিতীয় ও তৃতীয় টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ভুবেনশ্বর। তার বিয়ের বিভিন্ন মুহূর্তের ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

এর আগে একই দিন সকালে বিয়ে করেন ভারতের সাবেক পেসার জহির খান। বান্ধবী বলিউড অভিনেত্রী সাগরিকা ঘটককে বিয়ে করেন জহির।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ২৪ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।