ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

ক্রিকেট

দেশি ক্রিকেটাররা ভালো করায় খুশি মাহমুদুল্লাহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
দেশি ক্রিকেটাররা ভালো করায় খুশি মাহমুদুল্লাহ ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে: টানা তৃতীয় জয় তুলে নিয়েছে খুলনা টাইটান্স। তিনটিতেই সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। 

এই তিন জয়ের প্রথমটিতে মাহমুদুল্লাহর অবদান ছিল এক উইকেটের সঙ্গে ৪৮ রানের অপরাজিত ইনিংস। আর শেষ দুই ইনিংসে তো আরও দুর্দান্ত।

তুলে নিয়েছেন টানা ফিফটি। সবমিলিয়ে ব্যাটে-নেতৃত্বে দুর্দান্তই কাটছে বিপিএলের এবারের আসরে তো বটেই এই টুর্নামেন্টের ইতিহাসেরই সর্বোচ্চ রানের মালিক হয়ে যাওয়া মাহমুদুল্লাহর।

এদিন রংপুর রাইডার্সকে ৯ রানে হারিয়ে সংবাদ সম্মেলনে চলে এলেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

তার দলে বিদেশি ক্রিকেটারদের সঙ্গে পাল্লা দিয়ে ভালো খেলছে দেশিয় ক্রিকেটাররা। আগের ম্যাচে তো খুলনা টাইটান্স জয় পেয়েছে আরিফুলের ব্যাটে। বোলিংয়ে নিয়মিত ভালো করছেন আবু জায়েদ। শনিবারের ম্যাচে রংপুর রাইডার্সকে হারাতে অবদান রেখেছেন অনূর্ধ্ব-১৯ এর সহ-অধিনায়ক আফিফ হোসেন ধ্রুব। সঙ্গে অন্যদের মিতব্যয়ী বোলিং তো ছিলই।

তাই মাহমুদুল্লাহ রিয়াদ জানালেন, ‘লোকাল প্লেয়াররা ভালো করছে। আগের ম্যাচে আরিফুলের দুর্দান্ত ইনিংস ছিল। এদিন আফিফ-তানভির দুর্দান্ত বল করলো। লোকাল প্লেয়াররা ভালো করলে খুব ভালো ফিল করি। তাদের মন খুলে সাহস নিয়ে খেলার স্বাধীনতা দেওয়া হয়েছে। সেটাই মূলত তাদের ভালো খেলার সবচেয়ে বড় কারণ। ’

তবে মাহমুদুল্লাহ সবচেয়ে বড় সার্টিফিকেটটা দিলেন আফিফ হোসেনকে নিয়ে। ২ ওভারে দুই রান দিয়ে এই তারকা নিয়েছেন ২ উইকেট। এরপর আর বোলিংয়ে আসা হয়নি। ক্যাপ্টেন সরাসরি বলে দিলেন, ‘আফিফ আমাদের ভবিষ্যতের জন্য বড় সম্পদ। ’

৪৫ রানে রংপুর রাইডার্সের ৪ উইকেট তুলে নিলেও বোপারা-নাহিদুলের শতরানের জুটি ভয় পাইয়ে দিয়েছিল মাহমুদুল্লাহকে, ‘ভেবেছিলাম ম্যাচটা আমাদের কাছ থেকে চলে গেছে। কিন্তু শেষের দিকে জুনাইদ খান দুর্দান্ত বোলিং করায় জিতে গেলাম। ’

রংপুর রাইডার্সে বড় খেলোয়াড়ে ঠাসা। গেইল-ম্যাককালামকে আউট করা নিয়ে কি পরিকল্পনা ছিল? এমন প্রশ্নে হেসে মাহমুদুল্লাহর জবাব, ‘ওদের টপ অর্ডার বেশ ভালো। শুরুতে আর শেষে আমরা ভালো বোলিং করেছি। ওদের টপঅর্ডারের বিপক্ষে আমাদের কি প্ল্যান ছিল তা যদি বলে দেই তাহলে কিভাবে হয়, সব তো বের হয়ে যাবে। ’
 
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
টিএইচ/টিসি/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।