ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

স্যামুয়েলস-নারাইনকে ছাড়াই উইন্ডিজের কিউই পরীক্ষা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
স্যামুয়েলস-নারাইনকে ছাড়াই উইন্ডিজের কিউই পরীক্ষা মারলন স্যামুয়েলস ও সুনীল নারাইন / ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের মাটিতে সীমিত ওভারের সিরিজে মারলন স্যামুয়েলস ও সুনীল নারাইনকে ছাড়াই নামতে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজকে। ডান হাতের ইনজুরিতে খেলতে পারছেন না স্যামুয়েলস। টি-২০ স্কোয়াডে থাকা নারাইন ব্যক্তিগত কারণে নাম প্রত্যাহার করে নিয়েছেন।

পিঠের সমস্যায় ছিটকে গেছেন উদীয়মান পেসার আলজারি জোসেফ। হ্যামিল্টনে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে বাঁহাতে আঘাত পাওয়া ব্যাটসম্যান সুনীল অ্যামব্রিসের জায়গায় ওয়ানডেতে সুযোগ পেয়েছেন শিমরন হেটমায়ার।

স্যামুয়েলস ও জোসেফের বিকল্প হিসেবে ওয়ানডে দলে যুক্ত হয়েছেন টি-২০ স্কোয়াডে থাকা বাঁহাতি পেসার শেলডন কোট্রেল ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান চ্যাডউইক ওয়াল্টন।

টি-টোয়েন্টিতে স্যামুয়েলসের জায়গা পূরণ করতে ওয়ানডে সিরিজ শেষে থেকে যাবেন শাই হোপ। নারাইনের জায়গা নিয়েছেন অফস্পিনার অ্যাশলে নার্স, যিনি প্রথম ঘোষিত টি-২০ সিরিজের স্কোয়াডে বাদ পড়েছিলেন।

টেস্ট সিরিজে (২-০) ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করেছে কিউইরা। ওয়েলিংটনে ইনিংসে ব্যবধানে হারের পর হ্যামিল্টন টেস্টে ২৪০ রানে পরাজয় বরণ করে সফরকারীরা। এবার সীমিত ওভারের সিরিজে মুখোমুখি হচ্ছে দু’দল।

আগামী বুধবার (২০ ডিসেম্বর) হোয়ানগারেইতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে। খেলা শুরু বাংলাদেশ সময় ভোর ৪টায়। একই সময়ে বাকি দুই ম্যাচ ২৩ ও ২৬ ডিসেম্বর ক্রাইস্টচার্চে। তিনটি টি-টোয়েন্টি যথাক্রমে ২৯ ডিসেম্বর, ১ ও ৩ জানুয়ারি। নেলসনে সংক্ষিপ্ত সংস্করণের প্রথম ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৮টায়। শেষ দু’টি দুপুর ১২টায়। ভেন্যু মাউন্ট মাউনগানুইয়ের বে ওভাল।

সংশোধিত ওয়ানডে স্কোয়াড: জেসন হোল্ডার (অধিনায়ক), জেসন মোহাম্মদ, শিমরন হেটমায়ার, রন্সফোর্ড বিটন, শ্যানন গ্যাব্রিয়েল, ক্রিস গেইল, কাইল হোপ, শাই হোপ (উইকেটরক্ষক), শেলডন কোট্রেল, এভিন লুইস, নিকিতা মিলার, অ্যাশলে নার্স, রভম্যান পাওয়েল, চ্যাডউইক ওয়াল্টন, ক্যাসরিক উইলিয়ামস।

সংশোধিত টি-টোয়েন্টি স্কোয়াড: কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), স্যামুয়েল বদ্রি, রন্সফোর্ড বিটন, রায়াদ এমরিত, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, জেসন মোহাম্মদ, অ্যাশলে নার্স, কাইরন পোলার্ড, রভম্যান পাওয়েল, শাই হোপ, জেরম টেইলর, চ্যাডউইক ওয়ালটন, ক্যাসরিক উইলিয়ামস।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ১৫ ডিসেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।