ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

প্রতিটি বলই আছড়ে গ্যালারিতে পাঠালেন তামিম!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
প্রতিটি বলই আছড়ে গ্যালারিতে পাঠালেন তামিম! তামিমের ফিফটি, (বাংলানিউজ, ফাইল ছবি)

একের পর এক বল আছড়ে গ্যালারিতে পাঠাচ্ছিলেন তামিম ইকবাল। যে বোলারকেই আনা হোক না কেন, তামিম এমনই তাণ্ডব চালিয়েছেন যেন সবাই নিস্প্রভ!

কিছু দিন আগে বিপিএল টি-২০’তে ক্রিস গেইল ঝড় তুলেছিলেন এবার ক্রিকেটের আরও ক্ষুদ্রতম ভার্সন টি-১০-এ ঝড় আরও গভীর করলেন বাংলার পোস্টার বয়।

চট্টলার এই ব্যাটসম্যান শুক্রবার (১৫ ডিসেম্বর) রাতে শারজার স্টেডিয়ামে ২৭ বলে অপরাজিত ৫৬ রানের দুর্দান্ত ইনিংসে জেতালেন পাখতুনসকে।

এতে প্রতিপক্ষ টিম শ্রীলঙ্কা হেরেছে ২৭ রানের বড় ব্যবধানে। ইনিংসে পাঁচ চার ও চার ছক্কা ছিল। এতে ম্যান অব দ্য ম্যাচও বাংলার এই ক্রিকেটার।  

আচরণবিধি লঙ্ঘনজনিত কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শুনানিতে অংশ নেওয়ায় প্রথম ম্যাচ খেলতে পারেননি এই হার্ডহিটার। দ্বিতীয় ম্যাচে তার অপরাজিত ইনিংসে ১০ ওভারে ১১১ রান তোলে পাখতুনস। টিম শ্রীলঙ্কা মোটে সংগ্রহ করে ৮৪।

তামিম দলকে জেতালেও পারেননি মিস্টার সেভেনটি ফাইভ সাকিব আল হাসান। তার দল কেরালা কিংস পাঞ্জাবি লিজেন্ডসের কাছে হেরেছে।

ভিডিওতে দেখুন তামিম তাণ্ডব:বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।