ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপে নিজ দেশ ভারতকেই ফেভারিট মানছেন শচীন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৯
বিশ্বকাপে নিজ দেশ ভারতকেই ফেভারিট মানছেন শচীন বিশ্বকাপ ট্রফি হাতে শচীন-ছবি: সংগৃহীত

সদা-ভারসাম্যপূর্ণ ভারতীয় ক্রিকেট দলই এবারের ছেলেদের ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে ফেভারিট, জানালেন দেশটির কিংবদন্তি শচীন টেন্ডুলকার। তবে স্বাগতিক ইংল্যান্ডকেও আসরের কঠিন প্রতিপক্ষ হিসেবে বললেন তিনি।

গত ১২ মাসে ওয়ানডে আন্তর্জাতিকে অসাধারণ সাফল্য পেয়েছে ভারত। দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো প্রতিপক্ষের বিপক্ষে সিরিজ ঘরে তুলেছে তারা।

আর এই জয়গুলোই ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠেয় বিশ্বকাপে টিম ইন্ডিয়াকে এগিয়ে রাখবে।

সংবাদ সংস্থা পিটিআইকে সর্বকালের সেরা ব্যাটসম্যান শচীন বলেন, ‘রেকর্ড দেখেই আমি বলছি আমরা সেরা ছন্দে রয়েছি। এই দলটি বিশ্বের যেকোনো জায়গায় প্রতিযোগিতা করতে সামর্থ্য রাখে। কোনো দ্বিধা ছাড়াই আমি বলতে পারি আমরা ফেভারিট। ’

ভারত সর্বশেষ নিউজিল্যান্ড সফরে স্বাগতিকদের পাঁচ ম্যাচের সিরিজে ৪-১ ব্যবধানে হারায়। এমনকি এই সিরিজে শেষ দুই ম্যাচে নিয়মিত অধিনায়ক বিরাট কোহলিসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে বিশ্রাম দেয় ভারত।

এদিকে বিশ্বকাপ কন্ডিশনে স্বাগতিক ইংল্যান্ড ছাড়াও শচীন ওপরের কাতারে নিউজিল্যান্ডকেও রেখেছেন, ‘আমার মতে ইংল্যান্ড কঠিন প্রতিপক্ষ হিসেবে টুর্নামেন্টে থাকবে। যেখানে নিউজিল্যান্ড আসরের ‘ডার্ক হর্স’। ’

এছাড়া সম্প্রতি সময়ে নিজেদের হারিয়ে ফেলা রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ারও ভালো সুযোগ দেখছেন শচীন।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ০৪ ফেব্রুয়ারি, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।