ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

যে দলই আসুক ভালো ক্রিকেট খেলতে হবে: রুবেল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৯
যে দলই আসুক ভালো ক্রিকেট খেলতে হবে: রুবেল রুবেল হোসেন

বিপিএল ক্রিকেটে শুরুটা ভাল হয়েছিল ঢাকা ডায়নামাইটসের। তবে ছন্দ হারিয়ে ফেললেও শেষ পর্যন্ত সেরা চারে জায়গা করে নেয় দলটি। সেখানে এলিমিনেটর পর্বে চিটাগং ভাইকিংসকে ৬ উইকেটে সহজেই হারিয়ে কোয়ালিয়ার পর্বে এখন সাকিব আল হাসানরা।

ম্যাচ শেষে সোমবার (৪ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে ঢাকা ডায়নামাইটসের পেসার রুবেল হোসেন জানিয়েছেন টিচাগং ভাইকিংসের ইনিংসের মাঝের ওভারেই ম্যাচের মোড় নিজেদের দিকে ঘুরিয়ে নিয়েছেন তারা।

রুবেল বলেন, ‘আমার মনে হয় সাকিব ভাই, সুনীল নারাইন ভাল বল করেছেন, ওখানেই ম্যাচের চিত্রটা পাল্টে গেছে।

এখন কোয়লিফায়ার ম্যাচে যে ধরনের দলই অসুক না কেন সমস্যা নেই। ভাল ক্রিকেট খেলতে হবে আমাদের। ’

অন্যদিকে চিটাগং ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহিম জানিয়েছেন, ‘বিদেশীদের কাছে থেকে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স না পাওয়ায় সাফল্য পাইনি। তবে এই দল নিয়ে সেরা চারে খেলতে পেরেছি এটাই অনেক বড় পাওয়া। তবে আজকের ম্যাচ বাদ দিলে পুরো টুর্নামেন্টে ভালই খেলেছি আমরা। ’

পুরো বিপিএল টুর্নামেন্ট নিয়ে মুশফিক জানান বিগত টুর্নামেন্টের চেয়ে এবারের বিপিএল টুর্নামেন্ট অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘন্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৯
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।