ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

নারী দিবসে মুশফিকের বার্তা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, মার্চ ৮, ২০১৯
নারী দিবসে মুশফিকের বার্তা ছবি: সংগৃহীত

বিশ্বে সকল পেশার সকল নারীদের প্রতি শ্রদ্ধা জানাতেই ৮ মার্চ সারা বিশ্বব্যাপী নারী দিবস পালন করা হয়। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। পুরো দিন জুড়ে চলে নানান আয়োজন। এর বাইরে নন বাংলাদেশের ক্রিকেটাররাও। বিশ্ব নারী দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

ফেসবুকে নিজের ভেরিফাইড পেজ থেকে একটি ছবিসহ নারী দিবসের পোস্ট দেন। ছবিতে এক সঙ্গে মুশফিকের জীবনের তিন গুরুত্বপূর্ণ নারীকে এনেছেন তিনি।

একটি ছবিতে মা, একটিতে শাশুড়ি ও একটিতে স্ত্রী জান্নাতুল কিয়াফাত মন্ডি।  

ছবির ক্যাপশনে মুশফিক লেখেন, ‘পৃথিবীর সকল নারীদের প্রতি রইলো নারী দিবসের শুভেচ্ছা। এখানে রয়েছে (ছবিতে) আমার জীবনের কয়েকজন শক্ত স্তম্ভ যাদের জন্য আমি এই দিনটি উদযাপন করি। সবাইকে ভালোবাসি। ’

বর্তমানে দলে সঙ্গে আছেন নিউজিল্যান্ডে। যদিও পাজরের ও কব্জির ইনজুরিতে খেলতে পারেননি প্রথম দুটি টেস্ট।  

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।