ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

হার দিয়ে শুরু শেখ জামালের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪০ ঘণ্টা, মার্চ ৮, ২০১৯
হার দিয়ে শুরু শেখ জামালের ছবি: শোয়েব মিথুন

প্রিমিয়ার লিগে শুরুটা ভালো হলো না শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। দিনের দ্বিতীয় খেলায় উত্তরা স্পোর্টিং ক্লাবের কাছে ৯ রান হেরে গেছে নুরুল হাসানের দল।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচে শুক্রবার (৮ মার্চ) ফতুল্লায় মুখোমুখি হয়ে শেখ জামাল ও উত্তরা স্পোর্টিং। শুরুতে টসে হেরে ব্যাটিং করতে নেমে ৪ উইকেট হারিয়ে ২৪৯ রান তুলেছিল উত্তরা।

জবাবে পুরো ৫০ ওভার খেলেও ৯ উইকেট হারিয়ে ২৪০ তুলতে সক্ষম হয় শেখ জামাল।

২৫০ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে ৩৫ রানেই ২ উইকেট হারিয়ে বসে শেখ জামাল। সেখান থেকে দলের রানের চাকা কিছুটা সচল রাখেন ওপেনার ফারদিন হাসান। দলীয় ৮৮ রানে বিদায় নেন ফারদিন (৩৯)। এরপর নাসির হোসেনকে সঙ্গে নিয়ে ৬১ রানের জুটি গড়েন অধিনায়ক নুরুল হাসান। নুরুল ফিফটির দেখা পেলেও ৪৮ রান করে বিদায় নেন নাসির।

ছবি: শোয়েব মিথুনদলকে দুইশ’ পার করে বিদায় নেন নুরুল। যাওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৬৫ বলে ৬৫ রান। ৩ ছক্কা ও ৩ বাউন্ডারিতে সাজানো এই ইনিংস। এই দুজনের বিদায়ের পর বলার মতো রান আসে জিয়াউর রহমান (২৭) ও ইলিয়াস সানির (২৮) ব্যাট থেকে। শেষের দিক আর কেউ দাঁড়াতে না পারায় ২৪০ রানেই থামে শেখ জামালের ইনিংস।

বল হাতে উত্তরার আব্দুর রশিদ নেন ৩ উইকেট। সমান উইকেট নেন আসাদুজ্জাম পায়েলও। তবে রান খরচের দিক থেকে অনেক বেশি উদার ছিলেন তিনি। ২ উইকেট ঝুলিতে পুরেছেন নাহিদ হোসেন।

এদিকে শুরুতে ব্যাট করতে নেমে উত্তরাকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার তানজিদ হাসান ও আনিসুল ইসলাম ইমন। দুজনে মিলে ওপেনিং জুটিতে যোগ করেন ১১৩ রান। ৭৫ বলে ২ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৬৪ রান করে তানজিদ বিদায় নেওয়ার পর ৩ রান যোগ হতেই আউট হন ইমনও (৪৭)।  

ছবি: শোয়েব মিথুনএরপর রেজা আলীর ব্যাট থেকে আসে ১৮ রান। তবে তার বিদায়েও দলকে বিপদে পড়তে দেননি সজিব হোসেন ও মিনহাজ খান। ৮৩ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন তিনি। অন্যদিকে ৩৪ বলে মূল্যবান ৩৮ রান করে আউট হন মিনহাজ। শেষদিকে ৯ বলে অপরাজিত ১৪ রানের ছোট কিন্তু তাৎপর্যপূর্ণ ইনিংস খেলে দলের স্কোর আড়াইশ’ ছুঁইছুঁই অবস্থানে নিতে সহায়তা করেন উত্তরার অধিনায়ক মোহাইমিনুল খান।

বল হাতে শেখ জামালের তানভির হায়দার ৭ ওভারে ২২ রান খরচে নেন ২ উইকেট। আর ১টি করে উইকেট ঝুলিতে পুরেন সালাউদ্দিন শাকিল ও শহিদুল ইসলাম।

ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন উত্তরার আব্দুর রশিদ।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, মার্চ ৮, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।