ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

সাইফ-ফরহাদের ব্যাটে প্রাইম দোলেশ্বরের সহজ জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, মার্চ ৯, ২০১৯
সাইফ-ফরহাদের ব্যাটে প্রাইম দোলেশ্বরের সহজ জয় ফাইল ফটো

সাইফ হাসান ও ফরহাদ হোসেনের ব্যাটে চড়ে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে ৯ উইকেটের সহজ জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। ফতুল্লায় শাইনপুকুরের বিপক্ষে এই ম্যাচে অবশ্য দোলেশ্বরের বোলাররা আগেই ম্যাচটি নিজেদের দিকে টেনে নেন। ফলে প্রথমে ব্যাট করা শাইনপুকুর মাত্র ১৭৫ রানে অলআউট হয়।

জবাবে ব্যাট করতে নেমে সাইফ ও ফরহাদের দৃঢ় ব্যাটে ৩৮ বল বাকি থাকতেই জয়ে শুভ সূচনা করলো দোলেশ্বর।

খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ১৭৬ রানের লক্ষ্যে সৈকত আলী ও সাইফ উদ্বোধনী জুটিতে ৫৭ রান তোলেন।

তবে ৪০ বলে ২৩ রান করা সৈকত সোহরাওয়ার্দী শুভর বলে এলবি হয়ে ফেরেন। ম্যাচের বাকিটা সময় অবশ্য শুধুই সাইফ ও ফরহাদের গল্প। ১৩২ বলে ৫টি চার ও দুটি ছক্কায় ৮৩ রানে অপরাজিত থাকেন সাইফ। আর ৯১ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৬৬ রানের হার না মানা ইনিংস খেলেন ফরহাদ।

টসে হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে দোলেশ্বর বোলারদের সামনে বিপাকেই পড়ে শাইনপুকুর ব্যাটসম্যানরা। নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটির হয়ে সর্বোচ্চ ৪০ রান করে অপরাজিত থাকেন দেলোয়ার হোসেন। এছাড়া ৩৩ রান করেন তৌহিদ হৃদয় ও ৩১ করেন সাব্বির হোসেন।

দোলেশ্বর বোলারদের মধ্যে ফরহাদ রেজা সর্বোচ্চ ৩টি উইকেট পান। আরাফাত সানী তুলে নেন দুটি উইকেট।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ০৯ মার্চ, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।