ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

তৌহিদ-মেহেদির ব্যাটে জয়ের দেখা পেলো গাজী গ্রুপ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৭ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
তৌহিদ-মেহেদির ব্যাটে জয়ের দেখা পেলো গাজী গ্রুপ ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন গাজী গ্রুপের তৌহিদ-ছবি: বাংলানিউজ

শুরুতে ব্যাট করে ২৫০ রানের টার্গেট ছুড়ে দিয়েছিল বিকেএসপি। জবাবে তৌহিদ তারেক ও মেহেদি হাসানের সত্তরোর্ধ্ব ইনিংসে ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় গাজী গ্রুপ ক্রিকেটার্স।

মঙ্গলবার (১২ মার্চ) ফতুল্লাহ’র খান সাহেব উসমান আলী স্টেডিয়ামে গড়ায় ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ১২তম ম্যাচটি। শুরুতে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২৪৯ রান সংগ্রহ করে বিকেএসপি।

জবাবে ৪ উইকেট ও ৪ বল হাতে রেখে জয় তুলে নেয় গাজী গ্রুপ।

২৫০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৪ রান তুলতেই ২ উইকেট হারিয়ে বসেছিল গাজী গ্রুপ। দলের এমন অবস্থায় ব্যাট হাতে দাঁড়িয়ে যান মেহেদি হাসান। তার ব্যাট থেকে আসে ৭০ রান। ৭৩ বলের এই ইনিংসটি ৯টি বাউন্ডারি ও ১টি ছক্কায় সাজানো। মাঝে দ্রুত কয়েকটি উইকেট পতনের পর ফের দলের হাল ধরেন তোহিদ। অপরাজিত ৭৬ রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে মাঠ ছাড়েন তিনি। ৯৩ বলের ইনিংসটি খেলতে ৩টি করে চার ও ছক্কা হাঁকান তিনি।

বিকেএসপির হাসান মুরাদ ৮ ওভারে ৩২ রান খরচে তুলে নেন ৩ উইকেট। ২ উইকেট ঝুলিতে পুরেন মুকিদুল ইসলাম। বাকি উইকেটটি যায় সুমন খানের দখলে।

এর আগে ওপেনার মাহমুদুল হাসান জয়ের অনবদ্য ৮৫ রান ও আমিনুল ইসলামের অপরাজিত ৬৩ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৯ রান সংগ্রহ করে বিকেএসপি। এছাড়া রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার আগে ওপেনার রাতুল খানের ব্যাট থেকে ৩৪ রান (৮৬ বলে) আর ৪৪ রান করেন শামিম হোসেন।

গাজী গ্রুপের আবু হায়দার ও কামরুল ইসলাম রাব্বির ঝুলিতে পুরেন ২টি করে উইকেট আর বাকি ১ উইকেট যায় নাসুম আহমেদের দখলে।

ম্যাচসেরা নির্বাচিত হন গাজী গ্রুপের তোহিদ।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।