ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

শেষ ১০ ম্যাচে কোনো অবদান রাখতে পারিনি: সৌম্য

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
শেষ ১০ ম্যাচে কোনো অবদান রাখতে পারিনি: সৌম্য সৌম্য সরকার: ছবি-সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দু’টিতে হেরে গেছে বাংলাদেশ। সিরিজ পরাজয় বরণ করে নিলেও শেষ ম্যাচে টাইগাররা ভালভাবে ফিরবে বলে আশা প্রকাশ করেন সৌম্য সরকার।

সোমবার (২৯ জুলাই) সাংবাদিকদের মুখোমুখি হন সৌম্য। আত্মবিশ্বাসের সুরে বাংলাদেশ দলের ওপেনার বলেন, ‘এটা সত্যি যে আমরা সিরিজ হেরে গেছি, তবে আমরা ‍নিঃসন্দেহে শেষ ম্যাচে কামব্যাক করবো এবং আমরা আশা করি ভালভাবে শেষ করতে পারব।

বাংলাদেশকে প্রথম দুই ম্যাচে বড় ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে লাসিথ মালিঙ্গার দুর্দান্ত বোলিং ও কুশল পেরেরার সেঞ্চুরিতে টাইগাররা হারে ৯১ রানে। সিরিজ বাঁচিয়ে রাখার ম্যাচে রোববার (২৮ জুলাই) তামিম ইকবালরা উল্টো হেরে যায় ৭ উইকেটে। তিন ম্যাচের ওয়ানডেতে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জয় করে নিয়েছে স্বাগতিকরা।

বাংলাদেশের হয়ে একমাত্র মুশফিকুর রহিম ছাড়া আর কেউ নিজেদের মেলে ধরতে পারেনি। ব্যাটিংয়ে দুই ম্যাচেই ব্যর্থ হয়েছেন সৌম্য। প্রথম ম্যাচে ১৫ রানের পর দ্বিতীয় ম্যাচে তার ব্যাট থেকে এসেছে মাত্র ১১ রান। অবশ্য নিজের শেষ ১০ ম্যাচেই বল হাতে কিছুটা আলো ছড়ালেও ব্যাটে রান পাননি তিনি। বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৩৩ রান ছাড়া আর কোনো উল্লেখযোগ্য ইনিংস খেলতে পারেননি তিনি।

নিজেও স্বীকার করলেন ব্যর্থতাটা। তবে রান খরা কাটানোর জন্য চেষ্টার কমতি রাখছেন না জানালেন সৌম্য, ‘গত ১০ ম্যাচে আমি কোনো অবদান রাখতে পারিনি। এটা আমাকে কষ্ট দিচ্ছে। আমি এখনও চেষ্টা করছি। কেন স্কোর বড় করতে পারছি না তা খোঁজার জন্য অতিরিক্ত অনুশীলন করছি। এই ১০ ম্যাচের আগে আমি ৩ ম্যাচে ভাল খেলেছি। আমি কাজ করছি এর ওপর। আমি ধ্যান করছি এবং সমস্যা সমাধানের চেষ্টা করছি যাতে শক্তিশালী হয়ে ফিরে আসতে পারি তার জন্য। ’

বাংলাদেশের এই ২৬ বছর বয়সী ওপেনার আরও বলেন, ‘অনেক সময় আমি ভালো বলে আউট হয়ে যাই। মাঝেমধ্যে নিজের ভুলে। ক্রিকেটে ভালো ও খারাপ দিন দুই-ই আসে। যদি কিছু সময় আমি ভালো রান করি আবার কিছু সময় রান-ই করতে পারি না। তবে আমার এখনও আত্মবিশ্বাস আছে। আমি যদি দুই-তিন ম্যাচে রান করতে পারি তবে আবার আমি আত্মবিশ্বাস ফিরে পাব। যদি আমি ক্রিকেটে থাকি তবে আমি আমরা আত্মবিশ্বাসটা অনুভব করি। ’

৩১ জুলাই সিরিজের তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।  

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।