ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

আগস্টের শেষে পুরোপুরি ফিট হবেন মাশরাফি-সাইফউদ্দিন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২২ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
আগস্টের শেষে পুরোপুরি ফিট হবেন মাশরাফি-সাইফউদ্দিন মাশরাফি ও সাইফউদ্দিন: ছবি-সংগৃহীত

শ্রীলঙ্কা সফরের যাওয়ার আগের দিন অনুশীলনে ইনজুরির কবলে পড়েন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। দু’জনেই পড়েন তাদের পুরোনো চোটের কবলে। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন মাশরাফি আর সাইফউদ্দিন পড়েন ব্যাক পেইন ইনজুরিতে। ফলে শেষ মুহুর্তে আর লঙ্কান সফরে যেতে পারেননি তারা।

ইনজুরিতে পড়ে মাশরাফি ও সাইফউদ্দিন তিন সপ্তাহের বিশ্রামে রয়েছেন। মাশরাফি পুরোপুরি বিশ্রামে থাকলেও সাইফউদ্দিন ব্যাটিং অনুশীলন চালিয়ে যাচ্ছেন।

সোমবার (জুলাই ২৯) বিসিবি’র প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী তাদের ইনজুরি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন।

মাশরাফি প্রসঙ্গে দেবাশীষ বলেন, ‘শ্রীলঙ্কা সফরের আগে মাশরাফি হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়ে। আমরা প্রাথমিক ভাবে তার স্ক্যান করাই এবং তাতে গ্রেড ওয়ান মাসেল ইনজুরি ধরা পড়ে। সাধারণত এ ধরনের ইনজুরিতে দুই-তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হয়। কিন্তু আমরা ধারণা করছি রি-ইনজুরি অর্থাৎ এখানে এর আগেও ব্যথা পেয়েছিল। ফলে পুরোপুরি ফিট হতে দ্বিগুণ সময় লাগবে। কিন্তু এই ইনজুরি যদি আবার হয় তাহলে পুরো মৌসুমটা মাঠের বাহিরে থাকতে হতে পারে। সে জন্যই আমরা বেশি সর্তক। আশা করছি আগামী আগস্ট মাসের শেষে দিকে মাশরাফি পুরো ফিট হয়ে ফিরবে। ’

অন্যদিকে সাইফউদ্দিনের ইনজুরি নিয়ে বিসিবি’র চিকিৎসক বলেন, ‘সাইফউদ্দিনের ইনজুরিটাও বেশ পুরোনো। ও অনেক দিন ধরে ব্যাক পেইনের অভিযোগ করছিলো। এই বছরের শুরুর দিকে ব্যথাটা বেড়ে গেলে তাকে ইনজেকশন দেওয়া হয়। কয়েকদিন ভালই ছিলো। বিশ্বকাপের আগে ব্যথাটা আবার অনুভব করে। এরপরই ইংল্যান্ডে ডাক্তার দেখালে আবারও একই ইনজেকশন দেওয়া হয়। কিন্তু এভাবে ইনজেকশন নিলে তার ক্যারিয়ারের জন্য ক্ষতি হবে। তাই আমরা তাকে নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছি। অপাতত সে ব্যাটিং করতে পারছে। বোলিং করাটা বন্ধ আছে। আগামী আগস্টের শেষের দিকে সে পুরো ফিট হয়ে বোলিং করতে পারবে। ’

মাশরাফি-সাইফউদ্দিন ছাড়াও ইনজুরি নিয়ে শ্রীলঙ্কা সফরে খেলছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ। শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরলে তাদের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে বলে জানান বিসিবি’র চিকিৎসক।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।