ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিলেন নতুন দুই কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিলেন নতুন দুই কোচ ক্যাম্পে নতুন কোচ। ছবি- বাংলানিউজ

একদিন আগেই ঢাকায় পৌঁছে গিয়েছিলেন পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গাভেল্ট ও প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। বুধবার (২১ আগস্ট) দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন তারা।

কন্ডিশনিং ক্যাম্পের তৃতীয় দিন সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত চলেছে জাতীয় দলের প্রাথমিক দলের সদস্যদের নিয়ে রানিং অনুশীলন। পুরো সময়টা ক্রিকেটারদের সঙ্গে ছিলেন নতুন আসা দুই কোচ।

এর আগে মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১০টায় ঢাকায় পৌঁছান পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গাভেল্ট আর বিকেল ৫টায় আসেন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
এমকেএম  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।