ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজের বর্ষসেরা ক্রিকেটার হোল্ডার-শাই হোপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
ওয়েস্ট ইন্ডিজের বর্ষসেরা ক্রিকেটার হোল্ডার-শাই হোপ জেসন হোল্ডার। ছবি: সংগৃহীত

জেসন হোল্ডারের হাতে উঠলো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার। বছরজুড়ে দেশের হয়ে দুর্দান্ত পারফরমেন্সের জন্যই বছরের সেরা হিসেবে পুরস্কৃত করা হলো উইন্ডিজ টেস্ট ও ওয়ানডে অধিনায়ক হোল্ডারকে। 

চলতি ক্রিকেটীয় বছরে ওয়েস্ট ইন্ডিজের হয়ে আট টেস্টে ৫৬৫ রান করেন হোল্ডার। এই সময়ে চারবার পাঁচ উইকেটসহ নেন ৪০ উইকেট।

এছাড়া, বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার জিতেছেন দারুন ফর্মে থাকা শাই হোপ। আর টি-টুয়েন্টিতে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন পেস বোলিং অলরাউন্ডার কিমো পল।

বর্ষসেরা উদীয়মান পুরস্কার জিতেছেন গতিময় পেসার ওশান টমাস। নারী বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার উঠেছে অলরাউন্ডার ডিয়েন্ড্রা ডটিনের হাতে।

মূলত বর্ষসেরা পুরস্কারের জন্য ২০১৮ সালের এপ্রিল থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ক্রিকেটারদের পারফরম্যান্স বিবেচনা করা হয়েছে। গত ফেব্রুয়ারিতে গ্যারি সোবার্সের পর ওয়েস্ট ইন্ডিজের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের চূড়ায় ওঠেন হোল্ডার।

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।